Ajker Patrika

ইসরায়েলি অভিযান শুরুর পর আলোচনার প্রস্তাব দিল হামাস

অনলাইন ডেস্ক
‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরুর আগে ইসরায়েল-গাজা সীমান্তে প্রস্তুত আইডিএফ। ছবি: রয়টার্সের সৌজন্যে
‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরুর আগে ইসরায়েল-গাজা সীমান্তে প্রস্তুত আইডিএফ। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দোহায় বন্দিবিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার অভিপ্রায় ব্যক্ত করেছে হামাসের প্রতিনিধিদল। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, গাজায় আইডিএফের অভিযান (অপারেশন গিদিওনস চ্যারিয়ট) শুরুর পরপরই এমন প্রস্তাব দেয় হামাস। তিনি বলেন, ‘এটি তাদের এত দিনের অসহযোগী অবস্থানের বিপরীত।’

হামাসের একজন শীর্ষ নেতা তাহের আল-নোনো রয়টার্সকে নিশ্চিত করেছেন, দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। তাহের আল-নোনো জানান, উভয় পক্ষ কোনো ‘পূর্বশর্ত’ ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিনিধিদল শনিবার রাত পর্যন্ত কাতারে থাকবে। প্রস্তাবিত চুক্তিতে ১০ জন বন্দী মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

মে মাসের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে হামাস যদি ইসরায়েলের প্রস্তাবে রাজি না হয়, তবে গাজায় সামরিক অভিযান সম্প্রসারিত করা হবে। এর পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ওয়াল্লার প্রতিবেদনে একটি বিদেশি সূত্র জানায়, সম্প্রতি কাতারের মধ্যস্থতাকারীরা দোহায় অনুষ্ঠিত আলোচনায় খুবই হতাশ। জেরুজালেম পোস্ট একজন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দোহায় গাজা চুক্তি নিয়ে প্রথম তিন দিনের আলোচনায় কোনো অগ্রগতিই হয়নি।

গাজায় চলমান সংঘাতে বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার ও মিসরের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি হামাসের আমেরিকান-ইসরায়েলি বন্দী এদান আলেকজান্ডারের মুক্তি একটি ‘উইন্ডো অব অপরচুনিটি’ বা সম্ভাবনার দ্বার তৈরি করেছে বলে করছেন ইসরায়েলি কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত