Ajker Patrika

ইসরায়েলে ইরানি হামলার পর ফের মধ্যপ্রাচ্যে বিমান চলাচল শুরু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩: ০৮
ইসরায়েলে ইরানি হামলার পর ফের মধ্যপ্রাচ্যে বিমান চলাচল শুরু

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় চালু করেছে। ইসরায়েলে ইরানি আক্রমণের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল বিমান চলাচল। তবে উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসায় এই অঞ্চলের আকাশে ফের বিমান চলাচল চালু করা হচ্ছে। 

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে। 

জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এমিরেটস, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের মতো জায়ান্ট বিমান পরিবহন কোম্পানিগুলো ইরান-ইসরায়েলে উত্তেজনার মধ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছিল। 

এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, গতকাল জর্ডান, লেবানন ও ইরাকে তাদের নিয়মিত ফ্লাইট ফের শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি, তেল আবিব, আম্মান ও বৈরুতে আজ সোমবার থেকে তাদের কার্গো ও যাত্রীবাহী ফ্লাইট শুরু করবে। 

ইতিহাদ এয়ারওয়েজও একই ধরনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, সাময়িকভাবে বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে তাদের ফ্লাইট আজ সোমবার থেকে ফের শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইও এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের কারণে তাদের কিছু ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

এর বাইরে লেবানন, মিসর ও কুয়েতের বিমান পরিবহন সংস্থাগুলোও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জর্ডান, ইরাক ও লেবানন রোববার সকালে ঘোষণা দেয়, তাঁরা আবারও তাদের ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসাও মধ্যপ্রাচ্যের আম্মান, ইরবিল ও তেল আবিবগামী বেশ কয়েক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পাশাপাশি সংস্থাটি বৈরুত ও তেহরান অভিমুখী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 
 

জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির মূল্যায়ন করছে। উপযুক্ত সময়ে দেশগুলোর বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পুনরায় চালু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত