সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে সুগন্ধী ও কাপড় দিয়ে। কেবল তাই নয়, মসজিদের বর্ধিত অংশে পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল ঘের, যেখানে আছে বিপুলসংখ্যক পাখি। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার এটি সংস্কারের মধ্য দিয়ে গেছে।’ তিনি আরও বলেন, আগে মসজিদটিতে বেশ কিছু সমস্যা ছিল। আমরা তার অনেকগুলোই সমাধান করেছি। যেমন আগে অজু করার জায়গা ও টয়লেট একই জায়গায় ছিল, আমরা সেটি আলাদা করেছি।
মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি ঘের রয়েছে উল্লেখ করে ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।’ তিনি জানান, পরে মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের জানালা করা হয়। এর ফলে মসজিদের ভেতরে একটি দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
এসবের বাইরেও মসজিদটি মুসল্লিদের কাপড় ও সুগন্ধী দিচ্ছে। এ বিষয়ে আল-হুকাইল বলেন, আমরা মুসল্লিদের কাপড়ও দিচ্ছি। কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত কলেবরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। হুকাইল বলেন, এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।
কেবল কাপড়ই নয়, মসজিদটিতে ধূপও জ্বালানো হয়। পাশাপাশি নামাজিদের আতরও দেওয়া হয়।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে সুগন্ধী ও কাপড় দিয়ে। কেবল তাই নয়, মসজিদের বর্ধিত অংশে পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল ঘের, যেখানে আছে বিপুলসংখ্যক পাখি। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার এটি সংস্কারের মধ্য দিয়ে গেছে।’ তিনি আরও বলেন, আগে মসজিদটিতে বেশ কিছু সমস্যা ছিল। আমরা তার অনেকগুলোই সমাধান করেছি। যেমন আগে অজু করার জায়গা ও টয়লেট একই জায়গায় ছিল, আমরা সেটি আলাদা করেছি।
মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি ঘের রয়েছে উল্লেখ করে ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।’ তিনি জানান, পরে মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের জানালা করা হয়। এর ফলে মসজিদের ভেতরে একটি দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
এসবের বাইরেও মসজিদটি মুসল্লিদের কাপড় ও সুগন্ধী দিচ্ছে। এ বিষয়ে আল-হুকাইল বলেন, আমরা মুসল্লিদের কাপড়ও দিচ্ছি। কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত কলেবরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। হুকাইল বলেন, এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।
কেবল কাপড়ই নয়, মসজিদটিতে ধূপও জ্বালানো হয়। পাশাপাশি নামাজিদের আতরও দেওয়া হয়।
চকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
১৪ মিনিট আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেন কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। এমনকি এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প মনে করেন, এরপর দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে মনযোগ দিতে পারবে।
১ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর গত মার্চে চালানো মার্কিন সামরিক হামলার তথ্য একটি সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যে চ্যাট গ্রুপে তিনি এই গোপনীয় তথ্য শেয়ার করেছেন...
১ ঘণ্টা আগে