Ajker Patrika

ভিডিওতে দেখানো বাড়িটি মহানবীর মেয়ে উম্মে কুলসুমের নয়, জানাল সৌদি সরকার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩: ০০
ভিডিওতে দেখানো বাড়িটি মহানবীর মেয়ে উম্মে কুলসুমের নয়, জানাল সৌদি সরকার

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিওতে দেখানো মদিনার এক বাড়িকে মহানবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাসস্থল হিসেবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সৌদি সরকার। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মদিনার পাথরের পুরোনো ওই বাড়ির বিষয়ে দাবি খারিজ করে দিয়েছে সৌদি আরব সরকারের গবেষণাকেন্দ্র আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার। তারা জানিয়েছে, সেই ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল। 

প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে মদিনার কাবা গ্রামে পুরোনো পাথরের বাড়ি ভ্রমণ করতে দেখা যায় ভিডিওটিতে। চিত্রগ্রহণকারী দাবি করেন, জায়গাটি একসময় নবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাস ছিল। তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে মহানবীর (সা.) জীবনী বা নবীর কন্যাদের কোনো সম্পর্ক নেই।’ 

গবেষণাকেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, নবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূত্র হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে। 

তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই ও কাজ রয়েছে এই গবেষণাকেন্দ্রের। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা ও ব্যবহার করা যেতে পারে।’ 

নবীজির (সা.) মসজিদের জন্য সুপরিচিত মদিনা। সেখানে আল রাওদা আল শরিফায় রয়েছে মহানবীর (সা.) রওজা শরিফ। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনের জন্য অনেক মুসল্লিই ছুটে যান নবীজির (সা.) মসজিদে। 

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, মহানবীর (সা.) রওজা শরিফে যেতে এবং প্রার্থনায় আগ্রহীদের আগেই সরকারি অনুমতি নিতে হয়। 

এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত