সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিওতে দেখানো মদিনার এক বাড়িকে মহানবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাসস্থল হিসেবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সৌদি সরকার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মদিনার পাথরের পুরোনো ওই বাড়ির বিষয়ে দাবি খারিজ করে দিয়েছে সৌদি আরব সরকারের গবেষণাকেন্দ্র আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার। তারা জানিয়েছে, সেই ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল।
প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে মদিনার কাবা গ্রামে পুরোনো পাথরের বাড়ি ভ্রমণ করতে দেখা যায় ভিডিওটিতে। চিত্রগ্রহণকারী দাবি করেন, জায়গাটি একসময় নবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাস ছিল। তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে মহানবীর (সা.) জীবনী বা নবীর কন্যাদের কোনো সম্পর্ক নেই।’
গবেষণাকেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, নবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূত্র হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে।
তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই ও কাজ রয়েছে এই গবেষণাকেন্দ্রের। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা ও ব্যবহার করা যেতে পারে।’
নবীজির (সা.) মসজিদের জন্য সুপরিচিত মদিনা। সেখানে আল রাওদা আল শরিফায় রয়েছে মহানবীর (সা.) রওজা শরিফ। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনের জন্য অনেক মুসল্লিই ছুটে যান নবীজির (সা.) মসজিদে।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, মহানবীর (সা.) রওজা শরিফে যেতে এবং প্রার্থনায় আগ্রহীদের আগেই সরকারি অনুমতি নিতে হয়।
এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।
সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিওতে দেখানো মদিনার এক বাড়িকে মহানবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাসস্থল হিসেবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সৌদি সরকার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মদিনার পাথরের পুরোনো ওই বাড়ির বিষয়ে দাবি খারিজ করে দিয়েছে সৌদি আরব সরকারের গবেষণাকেন্দ্র আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার। তারা জানিয়েছে, সেই ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল।
প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে মদিনার কাবা গ্রামে পুরোনো পাথরের বাড়ি ভ্রমণ করতে দেখা যায় ভিডিওটিতে। চিত্রগ্রহণকারী দাবি করেন, জায়গাটি একসময় নবীর (সা.) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাস ছিল। তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে মহানবীর (সা.) জীবনী বা নবীর কন্যাদের কোনো সম্পর্ক নেই।’
গবেষণাকেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, নবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূত্র হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে।
তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই ও কাজ রয়েছে এই গবেষণাকেন্দ্রের। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা ও ব্যবহার করা যেতে পারে।’
নবীজির (সা.) মসজিদের জন্য সুপরিচিত মদিনা। সেখানে আল রাওদা আল শরিফায় রয়েছে মহানবীর (সা.) রওজা শরিফ। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনের জন্য অনেক মুসল্লিই ছুটে যান নবীজির (সা.) মসজিদে।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, মহানবীর (সা.) রওজা শরিফে যেতে এবং প্রার্থনায় আগ্রহীদের আগেই সরকারি অনুমতি নিতে হয়।
এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।
প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ফরাসি রাজপরিবারের অমূল্য গয়না চুরির ঘটনায় ফ্রান্সজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই দুঃসাহসিক চুরিতে চোরেরা আটটি মহামূল্যবান গয়না নিয়ে পালিয়ে গেছে।
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে ফিরতে শুরু করেছেন গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপ থেকে যেসব জিনিসপত্র উদ্ধার করা যাচ্ছে সেসব সংগ্রহ করছেন আর পুনর্নির্মাণের চেষ্টা করছেন অনেকে। তবে এই নতুন শুরুর চেষ্টার মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে ইসরায়েলিদের বিস্ফোরকবাহী রোবট।
৩ ঘণ্টা আগেগোয়া ও কর্ণাটকের করওয়ার উপকূলে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে ‘আলোক উৎসব’ উদ্যাপন করেন। সেখানে তিনি বলেন, এই বিমানবাহী রণতরি ‘পাকিস্তানিদের ঘুম হারাম করে দিয়েছে’।
৩ ঘণ্টা আগেবলিভিয়ায় বামপন্থী দল মুভিমিয়েন্তো আল সোসিয়ালিজমোর (মাস) প্রায় ২০ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে মধ্য ডানপন্থী রদ্রিগো পাজ পেরেইরা (৫৮) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় (রান অফ) ৯৭ শতাংশের বেশি ব্যালট গণনা শেষে পেরেইরা পেয়েছেন ৫৪ দশমিক ৬ শতাংশ।
৪ ঘণ্টা আগে