Ajker Patrika

নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝেড়ে মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ১৮
Thumbnail image

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গান্তজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বেনি গান্তজ বলেন, ‘সত্যিকারের বিজয় অর্জনের পথে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ভারী হৃদয় নিয়ে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তাই জরুরি সরকার ছেড়ে যাচ্ছি।’

আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন নির্বাচন হওয়া উচিত, যা শেষ পর্যন্ত এমন একটি সরকার প্রতিষ্ঠা করবে, যা জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, একটি সর্বসম্মত নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।’

যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি গত মাসেও দিয়েছিলেন বেনি গান্তজ। গাজার জন্য যুদ্ধ-পরবর্তী কোনো পরিকল্পনা করতে নেতানিয়াহু ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এই মধ্যপন্থী রাজনীতিবিদ।

নেতানিয়াহুর সরকারের পদত্যাগ চেয়ে ইসরায়েলিদের বিক্ষোভের প্রতি সমর্থন দিলেও তা আইনসম্মত হওয়া উচিত বলে জানিয়েছেন গান্তজ। তিনি বলেন, ‘প্রতিবাদ হওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এমন বৈধভাবে হওয়া উচিত, যাতে বিদ্বেষ না ছড়ায়। আমরা একে অপরের শত্রু নই। আমাদের শত্রুরা আছে সীমানার বাইরে।’

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি জাতীয় সরকারের অংশ হব, যাতে মধ্যপন্থী সব দল অন্তর্ভুক্ত থাকে এবং শুধু সে অবস্থাতেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব, এমনকি নেতানিয়াহুর সঙ্গেও। আমাদের তাই এখন আংশিক ঐক্য নয়, প্রকৃত ঐক্য প্রয়োজন।’

গান্তজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘বেনি, মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় এটি নয়, এখন সময় সেনাবাহিনীতে যোগ দেওয়ার।’

তবে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড গান্তজের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। সামাজিক প্ল্যাটফরমে বিষয়টিকে গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন তিনি।

এরই মধ্যে জোটের শরিক ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির যুদ্ধকালীন মন্ত্রীর এই খালি পদ দাবি করেছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা মেনে নিলে সরকার ছেড়ে যাওয়ার ও পতনের হুমকি দিয়েছিলেন বেন-গাভির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত