Ajker Patrika

প্রচণ্ড জ্বরে হাসপাতালে সৌদি বাদশাহ

প্রচণ্ড জ্বরে হাসপাতালে সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান প্রচণ্ড জ্বর এবং শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভুগছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার এই খবর জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। 

সৌদি প্রেস এজেন্সি এক বার্তায় জানিয়েছে, জেদ্দার আল-সালাম প্যালেসের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের শারীরিক পরীক্ষাগুলো সম্পন্ন হবে। 

 ৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসাবে মনোনীত করা হয়। 

এর আগে গত মাসেই নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশাহকে কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিনই তিনি হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন। তারও আগে ২০২২ সালের মে মাসে কোলনোস্কোপি করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সে সময় তিনি এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ছিলেন। 

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চরছে। ২০২০ সালে গল ব্লাডার অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। 

বাদশাহ সালমান সিংহাসনে আরোহণের আগে কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজা হিসাবে তাঁর শাসনামলকে মূলত তাঁর ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দ্বারা পরিচালিত উচ্চাকাঙ্ক্ষী সামাজিক ও অর্থনৈতিক সংস্কার দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে দেশের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্রাউন প্রিন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত