Ajker Patrika

লেবাননজুড়ে বিস্ফোরিত হয়েছিল ৩ হাজার পেজার, দায়ী মোসাদ: প্রতিবেদন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৩
লেবাননজুড়ে বিস্ফোরিত হয়েছিল ৩ হাজার পেজার, দায়ী মোসাদ: প্রতিবেদন

লেবাননজুড়ে গতকাল মঙ্গলবার অন্তত ৩ হাজার পেজারে বিস্ফোরণ ঘটেছে। এতে ৯ জন নিহত ও ৩ হাজার জন আহত হয়েছে। লেবাননের দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণের পেছনে দায়ী। সূত্রগুলোর দাবি, মোসাদ অন্তত ৫ হাজার পেজারে বিস্ফোরক বসিয়েছিল। 

বার্তা সংস্থা রয়টার্স পৃথক দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এই বিস্ফোরণ হিজবুল্লাহর নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা। এই বিস্ফোরণের ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমিনিও সামান্য আহত হয়েছেন। 

লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো নামে একটি কোম্পানি থেকে কেনা হয়েছিল। তবে কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, তারা ডিভাইসগুলো তৈরি করেনি। তারা বলেছে, বিএসি নামক একটি কোম্পানি এই ডিভাইসগুলো তৈরি করে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করেছিল এতে। বিএসির অনুমতি আছে গোল্ড অ্যাপোলের ব্র্যান্ড নেম ব্যবহার করার। 

সিরিজ পেজার বিস্ফোরণের পর হিজবুল্লাহ আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, অন্যান্য দিনের মতো আজও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। গাজার জনগণ এবং হামাসকে সমর্থন করার জন্য তাদের অভিযান শত্রু ইসরায়েলের বিরুদ্ধে চলতে থাকবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বিস্ফোরণের প্লট তৈরিতে কয়েক মাস সময় লেগেছে বলে মনে হচ্ছে। লেবাননের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে ৫ হাজার পেজার অর্ডার করেছিল। যেগুলো চলতি বছরের শুরুতেই লেবাননে নেওয়া হয়েছিল। 

লেবাননের নিরাপত্তাবাহিনীর ওই সূত্র বিস্ফোরিত পেজারের মডেল শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, এই পেজারগুলো ছিল গোল্ড অ্যাপোলোর তৈরি এপি-৯২৪। গোল্ড অ্যাপোলো বিবৃতিতে জানিয়েছে, তারা সরাসরি এই ডিভাইসগুলো তৈরি করেনি। তবে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করে ইউরোপীয় প্রতিষ্ঠান বিএসি এগুলো তৈরি করেছে। 

হিজবুল্লাহর সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি ট্র্যাকিং এড়াতে যোগাযোগের মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করে। লেবানিজ সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ‘উৎপাদন পর্যায়েই’ ডিভাইসগুলোতে বিস্ফোরক বসিয়েছে। সূত্রটি বলেছে, ‘মোসাদ ডিভাইসের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল যাতে বিস্ফোরক উপাদান ছিল। যা কোড গ্রহণের মাধ্যমে বিস্ফোরিত হওয়ার উপযুক্ত। যেকোনো উপায়ে এটি শনাক্ত করা খুব কঠিন। এমনকি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়।’ 

সূত্রটি বলেছে, মোসাদ কোড পাঠিয়ে প্রায় ৩ হাজার পেজারের বিস্ফোরণ ঘটিয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, নতুন পেজারগুলোতে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল এবং কয়েক মাস আগে এগুলো হিজবুল্লাহর কাছে এলেও তারা বিষয়টি জানতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত