জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছ, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে’ গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিসেফের পুষ্টিবিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর আগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুলসংখ্যক শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে। গাজা উপত্যকার শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতাকে প্রভাবিত করছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা উপত্যকায় জরুরিভাবে বহুমুখী মানবিক সহায়তার নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছ, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে’ গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিসেফের পুষ্টিবিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর আগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুলসংখ্যক শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে। গাজা উপত্যকার শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতাকে প্রভাবিত করছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা উপত্যকায় জরুরিভাবে বহুমুখী মানবিক সহায়তার নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৮ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে