Ajker Patrika

কাতারে প্রাপ্তবয়স্কদের ৭৫% টিকা পেয়েছেন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫: ৫০
কাতারে প্রাপ্তবয়স্কদের ৭৫% টিকা পেয়েছেন

কাতারের জনসংখ্যার প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। এ ছাড়া ৬৪ দশমিক ২ শতাংশ লোক পেয়েছেন দুটি করে ডোজ। গতকাল রোববার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের প্রতিদিনে বলা হয়েছে, জাতীয় কোভিড–১৯ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ৩২ লাখ ৪৯ হাজার ২৬৫ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ২২ হাজার ৯৭৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এরই মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের ৯৭ দশমিক ৬ শতাংশ লোক কমপক্ষে একটি করে ডোজ পেয়েছেন। আর তাঁদের মধ্যে ৯২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন দুটি করে ডোজ। 

এদিকে কাতারে গতকাল নতুন করে ৬৪ জন স্থানীয় নাগরিক এবং ৫৭ জন ভ্রমণকারী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কাতারে এ পর্যন্ত ২২ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত