সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগার পর হাসপাতালে যান। বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলে আজ সোমবার জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমানকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।
এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি বলেছে, বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে। মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে তাঁর সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।
৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়।
এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত মাসেই নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশাহকে কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিনই তিনি হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন। তারও আগে ২০২২ সালের মে মাসে কোলনোস্কোপি করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সে সময় তিনি এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ছিলেন।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চরছে। ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল।
বাদশাহ সালমান সিংহাসনে আরোহণের আগে কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজা হিসেবে তাঁর শাসনামলকে মূলত তাঁর ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দ্বারা পরিচালিত উচ্চাকাঙ্ক্ষী সামাজিক ও অর্থনৈতিক সংস্কার দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে দেশের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্রাউন প্রিন্স।
সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগার পর হাসপাতালে যান। বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলে আজ সোমবার জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমানকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।
এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি বলেছে, বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে। মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে তাঁর সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।
৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়।
এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত মাসেই নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশাহকে কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিনই তিনি হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন। তারও আগে ২০২২ সালের মে মাসে কোলনোস্কোপি করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সে সময় তিনি এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ছিলেন।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের স্বাস্থ্য নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চরছে। ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল।
বাদশাহ সালমান সিংহাসনে আরোহণের আগে কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজা হিসেবে তাঁর শাসনামলকে মূলত তাঁর ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দ্বারা পরিচালিত উচ্চাকাঙ্ক্ষী সামাজিক ও অর্থনৈতিক সংস্কার দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে দেশের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্রাউন প্রিন্স।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে