ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় গত মাসের শেষদিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে, হিজাব পরে বাইরে বের না হওয়ায় তারা কাজ করতে পারবেন না।
সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷
এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন ৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য সেলসম্যান’ মুভিতে আলিদুস্তি অভিনয় করেছিলেন ৷ এই চলচ্চিত্রের পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন৷
আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন ৷ বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না৷ কিন্তু গতবছর নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ২২ বছর বয়সি জিনা মাশা আমিনির মৃত্যু হলে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল ৷
সেই সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলিদুস্তি ইনস্টাগ্রামে তার একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তার মাথায় হিজাব ছিল না৷ আর তার হাতে ধরা কাগজে লেখা ছিল ‘নারী, জীবন, স্বাধীনতা’৷
ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল ৷ দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন৷
কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে৷
এদিকে, অক্টোবর মাসের শুরুতে ১৭ বছর বয়সি আরমিতা জেরাভান্দ নামের এক শিক্ষার্থী হিজাব না পরে স্কুলে যাচ্ছিলেন ৷ সেই সময় নীতি পুলিশ তাকে ধরেছিল ৷ এক পর্যায়ে জেরাভান্দ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে কয়েকদিন কোমায় থাকার পর তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয় ৷ ২৯ অক্টোবর জেরাভান্দকে সমাহিত করা হয়৷
তেহরানের এক শিক্ষার্থী ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘বাইরে বের হওয়ার সময় হেডস্কার্ফ না পরে আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিচ্ছি ৷ অনেক অভিনেত্রীকে এখনও হিজাব পরতে দেখাটা কষ্টকর৷’ এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানে সাম্প্রতিক সময়ে আয়োজিত এক শেষকৃত্য অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন ৷ ইরানের চলচ্চিত্র পরিচালক দারিউশ মেরজুই ও তার স্ত্রী চিত্রনাট্যকার ভাহিদেহ মোহাম্মাদিফারের শেষকৃত্যের অনুষ্ঠান ছিল সেটি ৷ সেখানে চলচ্চিত্র জগতের মানুষেরা অংশ নিয়েছিলেন৷
দারিউশ মেরজুই ও ভাহিদেহ মোহাম্মাদিফারকে ১৮ অক্টোবর নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল ৷ কর্তৃপক্ষ বলছে, ঐ দম্পতির বাড়িতে কাজ করা সাবেক মালি ডাকাতি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে ৷ তবে অনেকেই এতে সন্দেহ পোষণ করেছেন ৷ কারণ ইরানি অনেক পরিচালকের মতো মেরজুইও প্রায়ই সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ৷ ২০২২ সালের মার্চে তার পরিচালিত শেষ ছবি ‘লা মাইনর’ এর উপর সেন্সর আরোপের পর ৮৩ বছর বয়সি মেরজুই সামাজিক মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্দেশে একটি কঠোর বার্তা দিয়েছিলেন: ‘আমাকে মেরে ফেলুন, যা করতে ইচ্ছা করে করুন...কিন্তু আমি আমার অধিকার চাই৷ ’
মেরজুই ও মোহাম্মাদিফারের শেষকৃত্য অনুষ্ঠানে অনেক পরিচিত অভিনেত্রী হেডস্কার্ফ পরে উপস্থিত হয়েছিলেন ৷ একমাত্র একজন নারী হিজার পরেননি ৷ তিনি হচ্ছেন, ঐ দম্পতির ১৬ বছর বয়সি মেয়ে মোনা মেরজুই৷
২০১৭ সাল থেকে জার্মানিতে বাস করা ইরানি মঞ্চ অভিনেত্রী ও লেখিকা শোলে পাকরাভান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি জানি, তরুণ প্রজন্ম আমাদের ওপর ক্ষুব্ধ ৷ আমাদের প্রজন্ম রক্ষণশীল এবং সতর্ক৷ ’’ জার্মানিতে আসার তিন বছর আগে তার মেয়ে রায়হানেহ জব্বারি তাকে ধর্ষণের চেষ্টা করা ব্যক্তিকে হত্যা করেছিল ৷ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৷ পাকরাভান তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি ৷ এখন তিনি অন্যদের হয়ে কথা বলার চেষ্টা করছেন ৷ ‘‘আমি জানি বর্তমানে ইরানে প্রতিরোধের জন্য অনেক মূল্য দিতে হয়, ’’ বলেন পাকরাভান ৷ ‘‘আপনি যদি দৃষ্টির বাইরে অদৃশ্য হতে না চান, তাহলে আপনাকে অবশ্যই অনিচ্ছা সত্ত্বেও হেডস্কার্ফ পরতে হবে৷ ’’
ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় গত মাসের শেষদিকে ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে, হিজাব পরে বাইরে বের না হওয়ায় তারা কাজ করতে পারবেন না।
সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷
এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন ৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য সেলসম্যান’ মুভিতে আলিদুস্তি অভিনয় করেছিলেন ৷ এই চলচ্চিত্রের পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন৷
আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন ৷ বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না৷ কিন্তু গতবছর নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ২২ বছর বয়সি জিনা মাশা আমিনির মৃত্যু হলে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল ৷
সেই সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলিদুস্তি ইনস্টাগ্রামে তার একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তার মাথায় হিজাব ছিল না৷ আর তার হাতে ধরা কাগজে লেখা ছিল ‘নারী, জীবন, স্বাধীনতা’৷
ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল ৷ দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন৷
কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে৷
এদিকে, অক্টোবর মাসের শুরুতে ১৭ বছর বয়সি আরমিতা জেরাভান্দ নামের এক শিক্ষার্থী হিজাব না পরে স্কুলে যাচ্ছিলেন ৷ সেই সময় নীতি পুলিশ তাকে ধরেছিল ৷ এক পর্যায়ে জেরাভান্দ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে কয়েকদিন কোমায় থাকার পর তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয় ৷ ২৯ অক্টোবর জেরাভান্দকে সমাহিত করা হয়৷
তেহরানের এক শিক্ষার্থী ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘বাইরে বের হওয়ার সময় হেডস্কার্ফ না পরে আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিচ্ছি ৷ অনেক অভিনেত্রীকে এখনও হিজাব পরতে দেখাটা কষ্টকর৷’ এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানে সাম্প্রতিক সময়ে আয়োজিত এক শেষকৃত্য অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন ৷ ইরানের চলচ্চিত্র পরিচালক দারিউশ মেরজুই ও তার স্ত্রী চিত্রনাট্যকার ভাহিদেহ মোহাম্মাদিফারের শেষকৃত্যের অনুষ্ঠান ছিল সেটি ৷ সেখানে চলচ্চিত্র জগতের মানুষেরা অংশ নিয়েছিলেন৷
দারিউশ মেরজুই ও ভাহিদেহ মোহাম্মাদিফারকে ১৮ অক্টোবর নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল ৷ কর্তৃপক্ষ বলছে, ঐ দম্পতির বাড়িতে কাজ করা সাবেক মালি ডাকাতি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে ৷ তবে অনেকেই এতে সন্দেহ পোষণ করেছেন ৷ কারণ ইরানি অনেক পরিচালকের মতো মেরজুইও প্রায়ই সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ৷ ২০২২ সালের মার্চে তার পরিচালিত শেষ ছবি ‘লা মাইনর’ এর উপর সেন্সর আরোপের পর ৮৩ বছর বয়সি মেরজুই সামাজিক মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্দেশে একটি কঠোর বার্তা দিয়েছিলেন: ‘আমাকে মেরে ফেলুন, যা করতে ইচ্ছা করে করুন...কিন্তু আমি আমার অধিকার চাই৷ ’
মেরজুই ও মোহাম্মাদিফারের শেষকৃত্য অনুষ্ঠানে অনেক পরিচিত অভিনেত্রী হেডস্কার্ফ পরে উপস্থিত হয়েছিলেন ৷ একমাত্র একজন নারী হিজার পরেননি ৷ তিনি হচ্ছেন, ঐ দম্পতির ১৬ বছর বয়সি মেয়ে মোনা মেরজুই৷
২০১৭ সাল থেকে জার্মানিতে বাস করা ইরানি মঞ্চ অভিনেত্রী ও লেখিকা শোলে পাকরাভান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি জানি, তরুণ প্রজন্ম আমাদের ওপর ক্ষুব্ধ ৷ আমাদের প্রজন্ম রক্ষণশীল এবং সতর্ক৷ ’’ জার্মানিতে আসার তিন বছর আগে তার মেয়ে রায়হানেহ জব্বারি তাকে ধর্ষণের চেষ্টা করা ব্যক্তিকে হত্যা করেছিল ৷ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৷ পাকরাভান তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি ৷ এখন তিনি অন্যদের হয়ে কথা বলার চেষ্টা করছেন ৷ ‘‘আমি জানি বর্তমানে ইরানে প্রতিরোধের জন্য অনেক মূল্য দিতে হয়, ’’ বলেন পাকরাভান ৷ ‘‘আপনি যদি দৃষ্টির বাইরে অদৃশ্য হতে না চান, তাহলে আপনাকে অবশ্যই অনিচ্ছা সত্ত্বেও হেডস্কার্ফ পরতে হবে৷ ’’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৪ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৫ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৬ ঘণ্টা আগে