Ajker Patrika

বাইডেনের ‘কড়া ধমকের’ পর গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলল ইসরায়েল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৫: ৪৩
বাইডেনের ‘কড়া ধমকের’ পর গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলল ইসরায়েল

গাজায় আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের জন্য নতুন দুটি পথ খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলটিমেটাম দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ ঘোষণা আসে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গাজার উত্তরাঞ্চলের ইরেজ গেট সাময়িকভাবে খুলে দেওয়া হবে। আশদোদ বন্দরও খুলে দেওয়া হবে। এ ছাড়া কেরেম শালোম ক্রসিং দিয়ে জর্ডান থেকে আরও বেশি ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জো বাইডেন। টেলিফোন আলাপে তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিক ও ত্রাণসহায়তাকর্মীদের হত্যা বন্ধ না হলে হামাসবিরোধী লড়াইয়ে ইসরায়েলকে আর সহায়তা দেবে না তাঁর দেশ। 

ধারণা করা হচ্ছে, ফোনালাপে করিডরগুলো পুনরায় খোলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাইডেন। মূলত ইসরায়েল সরকারকে আলটিমেটাম দিয়ে বাইডেন বলেছেন, বেসামরিক ক্ষয়ক্ষতি রোধে এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিন নাহয় গাজা সম্পর্কে মার্কিন নীতি পরিবর্তন হবে। 

এ প্রথম মার্কিন নীতিতে এমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বলা চলে, প্রথমবারের মতো ওয়াশিংটন গাজায় যুদ্ধ পরিচালনা প্রভাবিত করতে আমেরিকান সহায়তা লাভের চেষ্টাকে ব্যবহার করেছে। 

গত সোমবার গাজায় ত্রাণসহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) গাড়িবহরের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে সাত ত্রাণকর্মীর মৃত্যু হয়। নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটির ওপর হামলা করা হয়। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি। 

হামলার সময় গাড়িগুলো পরস্পর থেকে আড়াই কিলোমিটারের দূরত্বে থাকার পরও তিনটি গাড়িতেই হামলা করা হয়।

ত্রাণকর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী বলে, হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’। তারা এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেয়। 

ইসরায়েলের ঘোষিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ‘এখন অবশ্যই এসব পদক্ষেপ পুরোপুরি এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ এটি আরও বলে, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারিত হবে ‘নিরপরাধ বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের নিরাপত্তায়’ ইসরায়েলের নেওয়া পদক্ষেপের ওপর।

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তাঁরা যে পরিবর্তনগুলো দেখতে চেয়েছে তা যদি না হয়, তবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়ে তাঁদের নীতিতে পরিবর্তন হবে।

ইরেজে গাজার সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত ক্রসিং খোলার পদক্ষেপটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, গত নভেম্বরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ইসরায়েলি গণমাধ্যমে বলেছিলেন, ‘ইসরায়েল ও গাজার মধ্যে আর কোনো যোগাযোগ হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত