Ajker Patrika

ছিন্নমূলদের রাজধানী ছাড়তে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক
ছিন্নমূল উচ্ছেদে ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে ওয়াশিংটন ডিসির সড়কে নামার নির্দেশ দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
ছিন্নমূল উচ্ছেদে ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে ওয়াশিংটন ডিসির সড়কে নামার নির্দেশ দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’

এরপর তিনি জানান, আজ সোমবার একটি সংবাদ সম্মেলন করা হবে যেখানে রাজধানীকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর’ করার পরিকল্পনা প্রকাশ করবেন ট্রাম্প।

এর আগে গত মাসে ট্রাম্প একটি নির্বাহী আদেশে ছিন্নমূল বা গৃহহীন মানুষদের গ্রেপ্তারের পথ সহজ করেন। আর গত সপ্তাহে ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে ওয়াশিংটন ডিসির সড়কে নামার নির্দেশ দেন তিনি।

রোববার নিজের সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ছিন্নমূলদের অবিলম্বে চলে যেতে হবে।’

তিনি আরও লেখেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীদের সরে যেতে হবে না। আমরা তাদের জেলে পাঠাব, যেখানে তাদের থাকা উচিত।’

তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘কোনো ‘মি. নাইস গাই’ থাকবে না। আমরা আমাদের রাজধানী ‘ফিরে পেতে চাই’। এই বিষয়ে আপনারা যে মনোযোগ দিয়েছেন তার জন্য ধন্যবাদ!’

তবে ট্রাম্পে পরিকল্পনার বিস্তারিত এখনো স্পষ্ট নয়। ২০২২ সালের এক ভাষণে তিনি গৃহহীনদের শহরের বাইরে সস্তা জমিতে ‘উচ্চমানের’ তাঁবুতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের বাস্তবায়নের পরিকল্পনা করতে যাচ্ছেন তিনি।

‘সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন’ অপরাধের মাত্রা কমাতে গত শুক্রবার ট্রাম্প ফেডারেল এজেন্টদের ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছেন। এজেন্টদের মধ্যে রয়েছে—ইউএস পার্ক পুলিশ, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিস। ওয়াশিংটন ডিসিতে ১৯ বছর বয়সী এক প্রাক্তন সরকারি কর্মচারী (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই) একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করার সময় হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে ওই রক্তাক্ত শিকারীর ছবি পোস্ট করে ওই ঘটনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ন্যাশনাল পাবলিক রেডিওকে জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত সর্বোচ্চ ৪৫০ জন ফেডারেল অফিসার মোতায়েন করা হয়েছিল।

ওয়াশিংটন ডিসির প্রতি বাসিন্দার হিসেবে হত্যার হার অন্যান্য মার্কিন শহরের তুলনায় এখনো বেশ উচ্চতর এবং এই বছর পর্যন্ত মোট ৯৮টি হত্যা ঘটনা ঘটেছে। এক দশক আগের তুলনায় মার্কিন রাজধানীতে হত্যাকাণ্ডের প্রবণতা বেড়ে চলেছে। তবে জানুয়ারির ফেডারেল তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটন ডিসিতে গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতির মতো সহিংস অপরাধের সংখ্যা ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল।

ট্রাম্প বলেছেন, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীতে সহিংস অপরাধ রোধে পরিকল্পনা তুলে ধরা হবে। শহরে ‘অপরাধ, হত্যাকাণ্ড ও মৃত্যুর অবসান’ এবং শহরের ‘ভৌত সংস্কার’ নিয়ে আলোচনা করা হবে।

ওয়াশিংটন ডিসিতে গৃহহীনতা কমানোর জন্য কাজ করা সংগঠন কমিউনিটি পার্টনারশিপ রয়টার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, প্রায় ৭ লাখ মানুষের এই শহরে যেকোনো রাতে প্রায় ৩৭৮২ জন গৃহহীন অবস্থায় থাকে। তাদের অধিকাংশই পাবলিক হাউজিং বা জরুরি আশ্রয়ে থাকলেও, প্রায় ৮০০ জনকে ‘রাস্তার ওপরে’ থাকতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত