দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে বিল পাস করল ইসরায়েলের পার্লামেন্ট। আজ সোমবার পার্লামেন্টে পাস হওয়ার মধ্য দিয়ে বিলটি শিগগিরই আইনে পরিণত হতে যাচ্ছে। যেখানে সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন নাগরিকেরা।
সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস ইসরায়েল সরকারের এই আইন সংস্কারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে।
এত দিন সরকারের কোনো পদক্ষেপকে অযৌক্তিক মনে করলে তা বাতিল করতে পারত ইসরায়েলের সুপ্রিম কোর্ট। নতুন আইনের ফলে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আর থাকবে না।
বিচার বিভাগের ক্ষমতা কমাতে নেতানিয়াহু সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে একাধিক বিল পার্লামেন্টে তুলেছে সরকার। আজ প্রথম একটি বিল পার্লামেন্টে পাস হলো।
বিচার বিভাগের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বড় বড় শহরে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির ইতিহাসে এত বড় বিক্ষোভ কখনো হয়নি।
যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে। সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে গণতন্ত্রের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে বলে আসছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই যত বেশি সম্ভব মানুষের সম্মতি আদায় করতে হয়—এটিই তাঁর দৃষ্টিভঙ্গি।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ খুবই সামান্য ভোটের ব্যবধানে আইনটি পাস হয়েছে।’
দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে বিল পাস করল ইসরায়েলের পার্লামেন্ট। আজ সোমবার পার্লামেন্টে পাস হওয়ার মধ্য দিয়ে বিলটি শিগগিরই আইনে পরিণত হতে যাচ্ছে। যেখানে সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন নাগরিকেরা।
সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস ইসরায়েল সরকারের এই আইন সংস্কারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে।
এত দিন সরকারের কোনো পদক্ষেপকে অযৌক্তিক মনে করলে তা বাতিল করতে পারত ইসরায়েলের সুপ্রিম কোর্ট। নতুন আইনের ফলে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আর থাকবে না।
বিচার বিভাগের ক্ষমতা কমাতে নেতানিয়াহু সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে একাধিক বিল পার্লামেন্টে তুলেছে সরকার। আজ প্রথম একটি বিল পার্লামেন্টে পাস হলো।
বিচার বিভাগের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বড় বড় শহরে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির ইতিহাসে এত বড় বিক্ষোভ কখনো হয়নি।
যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে। সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে গণতন্ত্রের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে বলে আসছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই যত বেশি সম্ভব মানুষের সম্মতি আদায় করতে হয়—এটিই তাঁর দৃষ্টিভঙ্গি।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ খুবই সামান্য ভোটের ব্যবধানে আইনটি পাস হয়েছে।’
এক দশকের বেশি সময় ধরে চীনে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ অসমাপ্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহেই এই কাজ শুরু হতে পারে।
১৫ মিনিট আগেআগামীকাল শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে খ্রিষ্টানদের সদ্যপ্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান। এরপর তাঁর মরদেহ ইতালির রোম শহরের অপর কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মাজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁকে সমাহিত করা হবে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন স্টোরে এবার বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি ও টি-শার্ট। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচন করতে পারবেন না ট্রাম্প।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রের সাম্প্রতিক বক্তব্য যুদ্ধবিরতির আশা জাগাচ্ছে। তবে প্রশ্ন হলো, যুদ্ধবিরতি আসলে কত দূর? কারণ, ডোনাল্ড ট্রাম্প খুব তোড়জোড় করলেও তাঁর ক্ষমতায় আসার ১০০ দিনের বেশি পেরিয়ে যাওয়ার পরও যুদ্ধবিরতি এখনো
৩ ঘণ্টা আগে