Ajker Patrika

বিচার বিভাগের ক্ষমতা কমাল ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলল ‘দুর্ভাগ্যজনক’

বিচার বিভাগের ক্ষমতা কমাল ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলল ‘দুর্ভাগ্যজনক’

দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে বিল পাস করল ইসরায়েলের পার্লামেন্ট। আজ সোমবার পার্লামেন্টে পাস হওয়ার মধ্য দিয়ে বিলটি শিগগিরই আইনে পরিণত হতে যাচ্ছে। যেখানে সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন নাগরিকেরা। 

সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস ইসরায়েল সরকারের এই আইন সংস্কারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে। 

এত দিন সরকারের কোনো পদক্ষেপকে অযৌক্তিক মনে করলে তা বাতিল করতে পারত ইসরায়েলের সুপ্রিম কোর্ট। নতুন আইনের ফলে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আর থাকবে না। 

বিচার বিভাগের ক্ষমতা কমাতে নেতানিয়াহু সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে একাধিক বিল পার্লামেন্টে তুলেছে সরকার। আজ প্রথম একটি বিল পার্লামেন্টে পাস হলো। 

বিচার বিভাগের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বড় বড় শহরে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির ইতিহাসে এত বড় বিক্ষোভ কখনো হয়নি। 

যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে। সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে গণতন্ত্রের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে বলে আসছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই যত বেশি সম্ভব মানুষের সম্মতি আদায় করতে হয়—এটিই তাঁর দৃষ্টিভঙ্গি।’ 

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ খুবই সামান্য ভোটের ব্যবধানে আইনটি পাস হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত