অনলাইন ডেস্ক
রাশিয়ার কাছ থেকে ‘সু-৩৫’ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউইয়র্কে জাতিসংঘের ইরান মিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এটি কেনার জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।
তবে আইআরআইবির প্রতিবেদনে রাশিয়ার নিশ্চিতকরণের কোনো তথ্য নেই। রাশিয়া এখন পর্যন্ত এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি।
রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবরটি গত বৃহস্পতিবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর পশ্চিমাদের চাপের মুখে পড়ে রাশিয়া। তখন ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওই বছরের জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইরান রাশিয়ার কাছে ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে। তবে ইরান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে হামলা শুরু করার আগে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।
অন্যদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে। মস্কো বলেছে, ইউক্রেনে তারা ইরানের ড্রোন ব্যবহার করেনি।
রয়টার্স বলেছে, ইরানের বিমানবাহিনীর কাছে কয়েক ডজন ‘স্ট্রাইক এয়ারক্রাফট’ রয়েছে। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ও পুরোনো আমলের মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইরান বলেছিল, তারা বিমানবাহিনীর জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা ‘কাউসার ফাইটার’ তৈরি করতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিমানটি ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-৫ যুদ্ধবিমানের অনুকরণে তৈরি করা হয়েছে।
রাশিয়ার কাছ থেকে ‘সু-৩৫’ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউইয়র্কে জাতিসংঘের ইরান মিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এটি কেনার জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।
তবে আইআরআইবির প্রতিবেদনে রাশিয়ার নিশ্চিতকরণের কোনো তথ্য নেই। রাশিয়া এখন পর্যন্ত এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি।
রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবরটি গত বৃহস্পতিবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর পশ্চিমাদের চাপের মুখে পড়ে রাশিয়া। তখন ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওই বছরের জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইরান রাশিয়ার কাছে ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে। তবে ইরান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে হামলা শুরু করার আগে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।
অন্যদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে। মস্কো বলেছে, ইউক্রেনে তারা ইরানের ড্রোন ব্যবহার করেনি।
রয়টার্স বলেছে, ইরানের বিমানবাহিনীর কাছে কয়েক ডজন ‘স্ট্রাইক এয়ারক্রাফট’ রয়েছে। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ও পুরোনো আমলের মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইরান বলেছিল, তারা বিমানবাহিনীর জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা ‘কাউসার ফাইটার’ তৈরি করতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিমানটি ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-৫ যুদ্ধবিমানের অনুকরণে তৈরি করা হয়েছে।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
২৬ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
২ ঘণ্টা আগে