Ajker Patrika

২০ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা পশ্চিম তীরে, ৮ ফিলিস্তিনি নিহত

২০ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা পশ্চিম তীরে, ৮ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত