ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।
গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।
চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে।
গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।
ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।
গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।
চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে।
গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে...
১ ঘণ্টা আগেভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৪ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৪ ঘণ্টা আগে