ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।
ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৯ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
১০ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
১১ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
১২ ঘণ্টা আগে