Ajker Patrika

ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ওমানে ১৯ জনের মৃত্যু 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২: ১০
ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ওমানে ১৯ জনের মৃত্যু 

মারাত্মক বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত দেশটিতে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১২ জনই স্কুলশিক্ষার্থী বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ। 

গতকাল মঙ্গলবার ওমানের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি সর্বোচ্চ খারাপ থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল দেশটির জাতীয় দুর্যোগ সতর্কীকরণ কেন্দ্র। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আবহাওয়াবিদ আয়েশা জুমা আল কাসমি জানিয়েছেন, আজ বুধবার ভোর পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আল কাসমি বলেন, ‘এটি আবহাওয়া ব্যবস্থার ওপর সবচেয়ে শক্তিশালী আঘাত। মুসানদাম, আল দাহিরাহ, আল বুরাইমি, উত্তর আল বাতিনাহ এবং আ’দাখিলিয়াহ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আল বাতিনাহ, মুসকাত এবং আল উস্তার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাত হতে পারে।’

ঝড় শুরু হওয়ার পর থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে ওমান কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) হেলিকপ্টার ব্যবহার করে মুসকাত এবং উত্তর আল শারকিয়ায় দুটি সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীদের হাসপাতালে নিয়ে গেছে। 

এদিকে, দেশটির গণপরিবহন পরিষেবা মাওয়াসালাত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে এবং তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফরমের মাধ্যমে আপডেট জানানোর প্রতিশ্রুতি দিয়ে পরিষেবা স্থগিত করেছে। 

তীব্র বৈরী আবহাওয়ার জন্য এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই শিক্ষার্থী। সুরক্ষাব্যবস্থা হিসেবে গতকাল মঙ্গলবার সরকার সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রশাসনিক অঞ্চলগুলোতে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং অন্যান্য অঞ্চলে সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানায়। দোফার ও আল উস্তা বাদে সব প্রশাসনিক অঞ্চলে স্কুল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। 

প্রতিকূল আবহাওয়া নিয়ে সতর্কতা সম্পর্কিত বিবৃতি জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। বিবৃতিতে এই সংকটপূর্ণ সময়ে পরিষেবাগুলোর সুরক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে বাড়ি থেকে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। 

ওমান ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অব্যাহত আবহাওয়া পরিস্থিতি এবং আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার মধ্যে সবাইকে বাইরে যাওয়ার ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত