অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে মুসল্লিরা যখন কোরবানি করছেন পশু, তখন গাজার বাসিন্দারা নিজেরাই কোরবানি হচ্ছেন। ঈদের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। আজ শনিবার ভোরের আলো ফোটার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শরণার্থীশিবিরের তাঁবুগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। সূত্রের তথ্য অনুযায়ী, সকাল থেকে ১৫টি মরদেহ এসেছে খান ইউনিসের নাসের হাসপাতালে। অন্যদিকে, গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে সাতটি মরদেহ।
নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। আল-জাজিরার গাজা প্রতিনিধিকে নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১০ ফিলিস্তিনি নিহত হলেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, নতুন করে উত্তর গাজার বেশ কয়েকটি জনবসতি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে, বসতিগুলো খালি করে বাসিন্দারা কোথায় যাবে তা পরিষ্কার করে জানায়নি আইডিএফ। এসব এলাকায় বড়সড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে, তারা জাবালিয়ার দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের দাবি ওই হামলায় নিহত হয়েছে ১ হাজার ২০০ জন। জবাবে ওই দিনই গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ২০ মাস ধরে চলা এই আগ্রাসনে ফিলিস্তিনের সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি। তবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বড়।
বিশ্বজুড়ে মুসল্লিরা যখন কোরবানি করছেন পশু, তখন গাজার বাসিন্দারা নিজেরাই কোরবানি হচ্ছেন। ঈদের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। আজ শনিবার ভোরের আলো ফোটার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শরণার্থীশিবিরের তাঁবুগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। সূত্রের তথ্য অনুযায়ী, সকাল থেকে ১৫টি মরদেহ এসেছে খান ইউনিসের নাসের হাসপাতালে। অন্যদিকে, গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে সাতটি মরদেহ।
নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। আল-জাজিরার গাজা প্রতিনিধিকে নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১০ ফিলিস্তিনি নিহত হলেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, নতুন করে উত্তর গাজার বেশ কয়েকটি জনবসতি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে, বসতিগুলো খালি করে বাসিন্দারা কোথায় যাবে তা পরিষ্কার করে জানায়নি আইডিএফ। এসব এলাকায় বড়সড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে, তারা জাবালিয়ার দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের দাবি ওই হামলায় নিহত হয়েছে ১ হাজার ২০০ জন। জবাবে ওই দিনই গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ২০ মাস ধরে চলা এই আগ্রাসনে ফিলিস্তিনের সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি। তবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বড়।
আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও ২৫ ফুট লম্বা ট্রেন ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা।
৬ ঘণ্টা আগেএই ইস্যুতে আজ মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটি ভেঙে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকেন স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে যৌথভাবে গৃহীত নতুন শান্তি পরিকল্পনা ও গাজার ২২ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।
৭ ঘণ্টা আগেপপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।
৮ ঘণ্টা আগেসব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্মসনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৯ ঘণ্টা আগে