Ajker Patrika

হামাস আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে: মুক্ত হয়ে বললেন ইসরায়েলি বৃদ্ধা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০০: ৩৩
হামাস আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে: মুক্ত হয়ে বললেন ইসরায়েলি বৃদ্ধা

গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।

দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।

ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।

লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’

লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।

গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।

যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল। 

মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত