Ajker Patrika

নেতানিয়াহুকে যোগ্য সরকারপ্রধান মনে করেন মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৭: ৫০
নেতানিয়াহুকে যোগ্য সরকারপ্রধান মনে করেন মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি

ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।

গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।

জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা। 

গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে। 

জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।   

এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি। 

জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬। 

লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত