ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
১ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে