আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সাংবাদিকের মৃত্যু হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল—কুদস আল—ইয়ৌম টেলিভিশন চ্যানেলের পাঁচ সাংবাদিকের নাম। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে এ হামলা চালানো হয়।
নিহতরা হলেন—ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বড় লাল অক্ষরে ‘প্রেস’ লেখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে রয়টার্স জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল।
আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরিফ জানান, নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ করছিলেন আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা। সে সময় তাঁদের ব্রডকাস্টিং ভ্যানে হামলা চালায় ইসরায়েল।
আনাস আল-শরিফ আরও বলেন, ওই পাঁচ সাংবাদিক তাদের স্থানীয় স্যাটেলাইট সম্প্রচার ভ্যানের ভিতরে বসে ছিল। ভ্যানটি আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা হয়েছিল। মধ্যরাতের পর ড্রোনের মাধ্যমে তাদের গাড়িতে মিসাইল হামলা চালানো হয়। তাদের দেহগুলো গাড়ি থেকে বের করতে ২০ মিনিট সময় লেগেছিল। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িটিতে ইসলামী জিহাদ গোষ্ঠীর সদস্যরা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গাজায় মাত্র ১০ দিনের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে।
চলতি মাসের শুরুতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে গাজায় সাংবাদিকদের ওপর সরাসরি হামলার ঘটনা বেড়েছে। অন্তত ৩৫ জন সাংবাদিককে দায়িত্বপালনের সময় ইসরায়েলি বাহিনী টার্গেট করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আরএসএফ মহাপরিচালক থিবো ব্রুটিন বলেন, ‘২০২৪ সালে গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে। এখানে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়েছে।’
অন্যদিকে, গাজার জায়তুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সাংবাদিকের মৃত্যু হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল—কুদস আল—ইয়ৌম টেলিভিশন চ্যানেলের পাঁচ সাংবাদিকের নাম। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে এ হামলা চালানো হয়।
নিহতরা হলেন—ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বড় লাল অক্ষরে ‘প্রেস’ লেখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে রয়টার্স জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল।
আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরিফ জানান, নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ করছিলেন আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা। সে সময় তাঁদের ব্রডকাস্টিং ভ্যানে হামলা চালায় ইসরায়েল।
আনাস আল-শরিফ আরও বলেন, ওই পাঁচ সাংবাদিক তাদের স্থানীয় স্যাটেলাইট সম্প্রচার ভ্যানের ভিতরে বসে ছিল। ভ্যানটি আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা হয়েছিল। মধ্যরাতের পর ড্রোনের মাধ্যমে তাদের গাড়িতে মিসাইল হামলা চালানো হয়। তাদের দেহগুলো গাড়ি থেকে বের করতে ২০ মিনিট সময় লেগেছিল। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িটিতে ইসলামী জিহাদ গোষ্ঠীর সদস্যরা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গাজায় মাত্র ১০ দিনের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে।
চলতি মাসের শুরুতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে গাজায় সাংবাদিকদের ওপর সরাসরি হামলার ঘটনা বেড়েছে। অন্তত ৩৫ জন সাংবাদিককে দায়িত্বপালনের সময় ইসরায়েলি বাহিনী টার্গেট করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আরএসএফ মহাপরিচালক থিবো ব্রুটিন বলেন, ‘২০২৪ সালে গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে। এখানে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়েছে।’
অন্যদিকে, গাজার জায়তুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
১০ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১০ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১১ ঘণ্টা আগে