Ajker Patrika

জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনির মৃত্যু, আহত ১১ 

জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনির মৃত্যু, আহত ১১ 

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের এক শরণার্থীশিবিরে ইসরায়েলি সৈন্যরা অভিযান চলানোর সময় তাদের গুলিতে ওই ২ জনের মৃত্যু হয়। স্থানীয় সময় আজ শনিবার ওই ঘটনায় ২ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, তাঁরা নিহত দুজনকেই শনাক্ত করতে সক্ষম হয়েছে। আহমাদ মোহাম্মদ দারাহমেহ এবং মাহমুদ আস–সৌস নামে ওই দুই কিশোরেরই বয়স ১৭ বছর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে ইসরায়েলি সেনারা ক্যাম্পে ঢুকে একটি বাড়ি ঘেরাও করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো থেকে গুলি বিনিময়ের আওয়াজও শোনা যায়।

দুই কিশোরের মৃত্যুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, ‘দখলদারেরা যত বেশি অপরাধ সংঘটিত করবে প্রতিরোধ ততই কঠিন হবে।’ 

এদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলতি বছরে ওই দুই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানিও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরে চলতি বছরটিতেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ইসরায়েলিদের হাতে প্রাণ হারিয়েছে। বিবিসির মতে, প্রাণহানির দিক থেকে এই বছরটিই বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে। এ ছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত