যুদ্ধের আড়ালে ইসরায়েলি সেনাদের অস্ত্র চুরি উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি ইসরায়েলের। এ অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র বাহিনীর কাছে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। গতকাল বুধবার দেশটির সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধের নামে ইসরায়েলি সেনাবাহিনীতে অস্ত্র ও গোলাবারুদ চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এসব অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।’
চ্যানেলটিতে সামরিক প্রতিবেদক রই শ্যারনকে উদ্ধৃত করে বলা হয়, ‘গাজা উপত্যকার ভেতরে বা বাইরে যেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে সেখান থেকে সেনা বা এমনকি বেসামরিক নাগরিকেরা উচ্চ-বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুরি করে তা সশস্ত্র সংগঠনগুলোতে স্থানান্তর করা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে উদ্বেগ রয়েছে।’
শ্যারন বলেন, যদিও প্রতিটি গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের একটি সিরিয়াল নম্বর থাকে, তবে যুদ্ধে প্রচুর বিশৃঙ্খলা হয় এবং গ্রেনেড ও ক্ষেপণাস্ত্র টানা ব্যবহারের মধ্যে এটা গুণে রাখা সম্ভব হয় না। এ কারণে সেনাদের গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চুরি করা এবং সেগুলো স্মৃতিচিহ্ন হিসেবে বা অপরাধী সংস্থার কাছে বিক্রয়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সহজ হয়ে উঠে।
তিনি বলেন, ‘চলতি সপ্তাহে, উত্তর ইসরায়েল থেকে পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে একটি ম্যাটাডোর অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছিল, যা সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপকভাবে ব্যবহার করছে। এ ছাড়া গত মাসে ১০ দিনের মধ্যে অপরাধীরা এমন ১৫টি হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছে যা পুরোনো নয় বরং সেনাদের ব্যবহার করা আধুনিক গ্রেনেড।’
গ্রিন লাইনের (১৯৪৮ অঞ্চল) ভেতর থেকে পশ্চিম তীর পর্যন্ত এই অস্ত্র পৌঁছানোর আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী ক্রসিং এবং চেকপয়েন্টগুলোতে পরিদর্শন অভিযান জোরদার করতে চায়।
গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, হাইফার কাছে অর আকিভা শহরে ইসরায়েলি অপরাধীদের কাছ থেকে সেনাবাহিনী থেকে চুরি করা তিনটি উচ্চ বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড পেয়েছে ইসরায়েলি সীমান্ত পুলিশ।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক ঘাঁটির ভেতর থেকে সৈন্যদের অস্ত্র ও গোলাবারুদ চুরির বেশ কয়েকটি ঘটনা প্রকাশ করেছে।
যুদ্ধের আড়ালে ইসরায়েলি সেনাদের অস্ত্র চুরি উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি ইসরায়েলের। এ অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র বাহিনীর কাছে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। গতকাল বুধবার দেশটির সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধের নামে ইসরায়েলি সেনাবাহিনীতে অস্ত্র ও গোলাবারুদ চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এসব অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।’
চ্যানেলটিতে সামরিক প্রতিবেদক রই শ্যারনকে উদ্ধৃত করে বলা হয়, ‘গাজা উপত্যকার ভেতরে বা বাইরে যেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে সেখান থেকে সেনা বা এমনকি বেসামরিক নাগরিকেরা উচ্চ-বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুরি করে তা সশস্ত্র সংগঠনগুলোতে স্থানান্তর করা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে উদ্বেগ রয়েছে।’
শ্যারন বলেন, যদিও প্রতিটি গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের একটি সিরিয়াল নম্বর থাকে, তবে যুদ্ধে প্রচুর বিশৃঙ্খলা হয় এবং গ্রেনেড ও ক্ষেপণাস্ত্র টানা ব্যবহারের মধ্যে এটা গুণে রাখা সম্ভব হয় না। এ কারণে সেনাদের গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চুরি করা এবং সেগুলো স্মৃতিচিহ্ন হিসেবে বা অপরাধী সংস্থার কাছে বিক্রয়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সহজ হয়ে উঠে।
তিনি বলেন, ‘চলতি সপ্তাহে, উত্তর ইসরায়েল থেকে পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে একটি ম্যাটাডোর অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছিল, যা সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপকভাবে ব্যবহার করছে। এ ছাড়া গত মাসে ১০ দিনের মধ্যে অপরাধীরা এমন ১৫টি হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছে যা পুরোনো নয় বরং সেনাদের ব্যবহার করা আধুনিক গ্রেনেড।’
গ্রিন লাইনের (১৯৪৮ অঞ্চল) ভেতর থেকে পশ্চিম তীর পর্যন্ত এই অস্ত্র পৌঁছানোর আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী ক্রসিং এবং চেকপয়েন্টগুলোতে পরিদর্শন অভিযান জোরদার করতে চায়।
গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, হাইফার কাছে অর আকিভা শহরে ইসরায়েলি অপরাধীদের কাছ থেকে সেনাবাহিনী থেকে চুরি করা তিনটি উচ্চ বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড পেয়েছে ইসরায়েলি সীমান্ত পুলিশ।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক ঘাঁটির ভেতর থেকে সৈন্যদের অস্ত্র ও গোলাবারুদ চুরির বেশ কয়েকটি ঘটনা প্রকাশ করেছে।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
২ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৫ ঘণ্টা আগে