ইরাকে বিয়ের আসরে আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৪ বছরের ইমাদ ইয়োহানা বলেন, ‘আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা সবাই বের হয়ে আসার চেষ্টা করি। অনেকে তাতে সফল হলেও অনেকে বের হতে পারেননি। এমনকি অনেকে বের হওয়ার পথে আগুনের কারণে বিয়ের জন্য তৈরি করা কাঠামো ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে।’
ঘটনাস্থল থেকে পাঠানো রয়টার্সের প্রতিবেদকের ভিডিও থেকে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নেভানোর এমনকি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়ে আছে কি না, তা খোঁজ করে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়। পাশাপাশি জরুরি সেবা বিভাগের কর্মীদেরও মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, যে ভবনটিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেটি অত্যন্ত দাহ্য নির্মাণ উপকরণ দিয়ে তৈরি এবং এ কারণেই আগুনের সূত্রপাতের পরপরই খুব দ্রুতই ভবনটি ধসে পড়ে।
ইরাকে বিয়ের আসরে আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৪ বছরের ইমাদ ইয়োহানা বলেন, ‘আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা সবাই বের হয়ে আসার চেষ্টা করি। অনেকে তাতে সফল হলেও অনেকে বের হতে পারেননি। এমনকি অনেকে বের হওয়ার পথে আগুনের কারণে বিয়ের জন্য তৈরি করা কাঠামো ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে।’
ঘটনাস্থল থেকে পাঠানো রয়টার্সের প্রতিবেদকের ভিডিও থেকে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নেভানোর এমনকি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়ে আছে কি না, তা খোঁজ করে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়। পাশাপাশি জরুরি সেবা বিভাগের কর্মীদেরও মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, যে ভবনটিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেটি অত্যন্ত দাহ্য নির্মাণ উপকরণ দিয়ে তৈরি এবং এ কারণেই আগুনের সূত্রপাতের পরপরই খুব দ্রুতই ভবনটি ধসে পড়ে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৫ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৬ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৬ ঘণ্টা আগে