টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকে সবসময় যেকোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন বেন-গাভি। তাঁর সমর্থনে ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচও। এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন তাঁরা। এবার বেন-গাভি পদত্যাগ করলেন।
এর আগে বেন-গাভির বলেছিলেন, ‘এই চুক্তির (যুদ্ধবিরতি) অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
ডানপন্থী বেন গাভি ও স্মটরিচ মনে করেন, যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। গাজায় পুনর্দখল এবং ইসরায়েলিদের পুনর্বাসন ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দিকে তাঁরা বারবার ইঙ্গিত দিয়েছেন। এজন্য যুদ্ধবিরতি আলোচনায় প্রতিবারই বিরোধিতা করেছেন তাঁরা।
মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকেরা এবং অনেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন, এই দুই নেতার সরকার ছাড়ার হুমকির কারণেই গত ১৫ মাস ধরে কোনো চুক্তি এগিয়ে নিতে দেরি করেছেন নেতানিয়াহু। এই দুই নেতার পদত্যাগ মানে, ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতন, নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের অবসান এবং অবিলম্বে নতুন নির্বাচন।
তবে ধারণা করা হচ্ছে, বেন-গাভিরের পদত্যাগ সরকারের পতনের কারণ হবে না। কারণ তিনি বলেছেন, প্রথম পর্যায়ের পর যদি যুদ্ধ আবার শুরু হয়, তিনি জোটে পুনরায় যোগ দেবেন।
গত শুক্রবার কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির নাম প্রকাশ নিয়ে বিলম্বিত হয়ে চুক্তি কার্যকরের সময় পিছিয়ে যায় কয়েক ঘণ্টা।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি।
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকে সবসময় যেকোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন বেন-গাভি। তাঁর সমর্থনে ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচও। এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন তাঁরা। এবার বেন-গাভি পদত্যাগ করলেন।
এর আগে বেন-গাভির বলেছিলেন, ‘এই চুক্তির (যুদ্ধবিরতি) অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
ডানপন্থী বেন গাভি ও স্মটরিচ মনে করেন, যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। গাজায় পুনর্দখল এবং ইসরায়েলিদের পুনর্বাসন ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দিকে তাঁরা বারবার ইঙ্গিত দিয়েছেন। এজন্য যুদ্ধবিরতি আলোচনায় প্রতিবারই বিরোধিতা করেছেন তাঁরা।
মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকেরা এবং অনেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন, এই দুই নেতার সরকার ছাড়ার হুমকির কারণেই গত ১৫ মাস ধরে কোনো চুক্তি এগিয়ে নিতে দেরি করেছেন নেতানিয়াহু। এই দুই নেতার পদত্যাগ মানে, ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতন, নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের অবসান এবং অবিলম্বে নতুন নির্বাচন।
তবে ধারণা করা হচ্ছে, বেন-গাভিরের পদত্যাগ সরকারের পতনের কারণ হবে না। কারণ তিনি বলেছেন, প্রথম পর্যায়ের পর যদি যুদ্ধ আবার শুরু হয়, তিনি জোটে পুনরায় যোগ দেবেন।
গত শুক্রবার কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির নাম প্রকাশ নিয়ে বিলম্বিত হয়ে চুক্তি কার্যকরের সময় পিছিয়ে যায় কয়েক ঘণ্টা।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
২ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২ ঘণ্টা আগে