আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ভূমিথাম ভেচাইয়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন থাইল্যান্ড ‘নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’ তবে তাঁর দেশ ‘কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিক উদ্দেশ্য দেখতে চায়।’
ভূমিথাম স্কটল্যান্ড সফররত ট্রাম্পের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের প্রতিক্রিয়ায় ফেসবুক শেয়ার করা পোস্টে এসব কথা বলেন। ট্রাম্প বলেছিলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ভূমিথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সতর্ক করে দিয়েছেন যে, সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি কারও সঙ্গেই বাণিজ্য চুক্তি করবেন না।
ট্রাম্প তাঁর কূটনৈতিক প্রচেষ্টার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, ‘উভয় পক্ষই একটি অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি চাইছে।’ এ বিষয়ে ভূমিথাম তাঁর পোস্টে বলেছেন, তিনি ট্রাম্পকে ‘কম্বোডিয়াকে জানাতে অনুরোধ করেছেন যে, থাইল্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে চায়—যাতে যুদ্ধবিরতি এবং সংঘাতের চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের জন্য ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণ করা যায়।’
এদিকে, এই সংঘাত বিগত ১৩ বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ। এই সংঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ট্রাম্প দুই নেতার সঙ্গে কথা বলার আগে, থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ তৃতীয় দিনেও অব্যাহত ছিল এবং নতুন নতুন সংঘাতের স্থান তৈরি হয়েছিল। উভয় পক্ষই বলেছিল, তারা বিরোধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে এবং অন্য পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছেন।’ ফারহান হক আরও বলেন, গুতেরেস ‘প্রাণহানির মর্মান্তিক ও অপ্রয়োজনীয় ক্ষতির নিন্দা জানিয়েছেন’ এবং ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধানে যেকোনো প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছেন।’
ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে প্রশ্নের জবাব দেয়নি এবং ওয়াশিংটনে থাই ও কম্বোডিয়ার দূতাবাসও এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এখনো।
গত মে মাসের শেষের দিকে এক সংক্ষিপ্ত সংঘর্ষে এক কম্বোডিয়ার সৈনিকের মৃত্যুর পর থেকে দেশ দুটি মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্তের উভয় দিকেই সেনা মোতায়েন করে উভয় দেশ। এই কূটনৈতিক সংকট থাইল্যান্ডের ভঙ্গুর জোট সরকারকে পতনের দ্বারপ্রান্তেও ঠেলে দিয়েছিল।
এদিকে, থাইল্যান্ড জানিয়েছে—গতকাল শনিবার পর্যন্ত তাদের সাত সেনা এবং ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিপরীতে কম্বোডিয়া জানিয়েছে, তাদের পাঁচ সেনা এবং আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ভূমিথাম ভেচাইয়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন থাইল্যান্ড ‘নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’ তবে তাঁর দেশ ‘কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিক উদ্দেশ্য দেখতে চায়।’
ভূমিথাম স্কটল্যান্ড সফররত ট্রাম্পের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের প্রতিক্রিয়ায় ফেসবুক শেয়ার করা পোস্টে এসব কথা বলেন। ট্রাম্প বলেছিলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ভূমিথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সতর্ক করে দিয়েছেন যে, সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি কারও সঙ্গেই বাণিজ্য চুক্তি করবেন না।
ট্রাম্প তাঁর কূটনৈতিক প্রচেষ্টার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, ‘উভয় পক্ষই একটি অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি চাইছে।’ এ বিষয়ে ভূমিথাম তাঁর পোস্টে বলেছেন, তিনি ট্রাম্পকে ‘কম্বোডিয়াকে জানাতে অনুরোধ করেছেন যে, থাইল্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে চায়—যাতে যুদ্ধবিরতি এবং সংঘাতের চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের জন্য ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণ করা যায়।’
এদিকে, এই সংঘাত বিগত ১৩ বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ। এই সংঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ট্রাম্প দুই নেতার সঙ্গে কথা বলার আগে, থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ তৃতীয় দিনেও অব্যাহত ছিল এবং নতুন নতুন সংঘাতের স্থান তৈরি হয়েছিল। উভয় পক্ষই বলেছিল, তারা বিরোধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে এবং অন্য পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছেন।’ ফারহান হক আরও বলেন, গুতেরেস ‘প্রাণহানির মর্মান্তিক ও অপ্রয়োজনীয় ক্ষতির নিন্দা জানিয়েছেন’ এবং ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধানে যেকোনো প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছেন।’
ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে প্রশ্নের জবাব দেয়নি এবং ওয়াশিংটনে থাই ও কম্বোডিয়ার দূতাবাসও এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এখনো।
গত মে মাসের শেষের দিকে এক সংক্ষিপ্ত সংঘর্ষে এক কম্বোডিয়ার সৈনিকের মৃত্যুর পর থেকে দেশ দুটি মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্তের উভয় দিকেই সেনা মোতায়েন করে উভয় দেশ। এই কূটনৈতিক সংকট থাইল্যান্ডের ভঙ্গুর জোট সরকারকে পতনের দ্বারপ্রান্তেও ঠেলে দিয়েছিল।
এদিকে, থাইল্যান্ড জানিয়েছে—গতকাল শনিবার পর্যন্ত তাদের সাত সেনা এবং ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিপরীতে কম্বোডিয়া জানিয়েছে, তাদের পাঁচ সেনা এবং আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৬ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
৮ ঘণ্টা আগে