Ajker Patrika

হানিয়ার হত্যাকাণ্ডে উল্লসিত ইসরায়েল, যা বললেন দেশটির মন্ত্রী 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১০: ৪৩
হানিয়ার হত্যাকাণ্ডে উল্লসিত ইসরায়েল, যা বললেন দেশটির মন্ত্রী 

ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ বুধবার বিষয়টি জানিয়েছে। তাঁর দল হামাসও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার না করলেও হানিয়ার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েল। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকের পরিবর্তে উল্লাস প্রকাশ করেছেন ইসরায়েলি হেরিটেজ-বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু। হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘হামাস নেতার মৃত্যুতে পৃথিবী খানিকটা ভালোর দিকে এগিয়ে গেল।’ 

আমিখাই এলিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা তাঁর এক টুইটে ইসমাইল হানিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘এই নশ্বরদের জন্য কোনো করুণা নেই।’ তিনি আরও লিখেন, ‘যে লৌহদৃঢ় হাত তাদের আঘাত করবে কেবল সেটিই শান্তি ও একটু স্বস্তি আনতে পারবে এবং যারা শান্তি চায়, তাদের সঙ্গে শান্তিতে বসবাস করার ক্ষমতাকে শক্তিশালী করবে।’ 

উল্লেখ্য, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। হানিয়ার হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য দেয়নি ইরান। তবে ইরানের বিশ্লেষকেরা হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। 

হানিয়ার রাজনৈতিক দল হামাসও তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। হামাস নিশ্চিত করেছে যে, তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আজ বুধবার ভোরে তেহরানে নিহত হয়েছেন। এক বিবৃতিতে সংস্থাটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, ইরানের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরে তেহরানে ইসমাইল হানিয়া তাঁর আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন। 

হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা একটি কাপুরুষোচিত কাজ। এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত