Ajker Patrika

এডেনে মালবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৩ 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৯: ৩২
এডেনে মালবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৩ 

এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। মার্কিন সশস্ত্রবাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কিন্তু হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম।

মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জাহাজেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

সেন্টকম আরও জানিয়েছে, ‘ক্রুরা জাহাজটি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজগুলো এই হামলার জবাবে সাড়া দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।’ এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। সেন্টকম আরও বলেছে, ‘হুতিদের এই বেপরোয়া হামলা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছিল।

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি হুতি গোষ্ঠী ঘোষণা দিয়েছিল, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তারপর থেকে নিয়মিতই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত