অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই অবস্থান ব্যক্ত করেছে। তবে ইসরায়েল বলেছে, এই প্রস্তাব তাদের মৌলিক দাবিগুলো পূরণ করে না এবং তারা এখনো রাফাহে অভিযান চালানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে চায় তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাস এমন এক সময়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান ব্যক্ত করল, যখন ইসরায়েলি সেনারা রাফাহ সীমান্তের মাত্র ২০০ মিটার দূরে অবস্থান নিয়েছে এবং রাফাহ থেকে বেসামরিক লোকদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, এই প্রস্তাব ইসরায়েলের প্রধান দাবিগুলো পূরণ করেনি। তবে তাঁরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্তমান প্রস্তাব এখনই মেনে না নিলেও বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করবে। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস যে প্রস্তাবটি মেনে নিয়েছে, তা মিসরীয় প্রস্তাবের দুর্বল সংস্করণ এবং এতে এমন উপাদান অন্তর্ভুক্ত, যা ইসরায়েল গ্রহণ করতে পারে না।
এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাতারি প্রতিনিধিদল আজ মঙ্গলবার মিসরে পৌঁছাবে এবং যুদ্ধবিরতি নিয়ে বিদ্যমান দূরত্ব দূর করে অতি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।
অপর এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। দেশটির এই অবস্থানের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, নেতানিয়াহু রাফাহে বোমা হামলা করে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিঘ্নিত করছেন।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই অবস্থান ব্যক্ত করেছে। তবে ইসরায়েল বলেছে, এই প্রস্তাব তাদের মৌলিক দাবিগুলো পূরণ করে না এবং তারা এখনো রাফাহে অভিযান চালানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে চায় তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাস এমন এক সময়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান ব্যক্ত করল, যখন ইসরায়েলি সেনারা রাফাহ সীমান্তের মাত্র ২০০ মিটার দূরে অবস্থান নিয়েছে এবং রাফাহ থেকে বেসামরিক লোকদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, এই প্রস্তাব ইসরায়েলের প্রধান দাবিগুলো পূরণ করেনি। তবে তাঁরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্তমান প্রস্তাব এখনই মেনে না নিলেও বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করবে। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস যে প্রস্তাবটি মেনে নিয়েছে, তা মিসরীয় প্রস্তাবের দুর্বল সংস্করণ এবং এতে এমন উপাদান অন্তর্ভুক্ত, যা ইসরায়েল গ্রহণ করতে পারে না।
এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাতারি প্রতিনিধিদল আজ মঙ্গলবার মিসরে পৌঁছাবে এবং যুদ্ধবিরতি নিয়ে বিদ্যমান দূরত্ব দূর করে অতি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।
অপর এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। দেশটির এই অবস্থানের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, নেতানিয়াহু রাফাহে বোমা হামলা করে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিঘ্নিত করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে