আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় আরও ৪১ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ১৫ জনই উত্তর গাজার শুজাইয়া এলাকার বাসিন্দা।
সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, মধ্য ও দক্ষিণ গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আল-নুসেইরাত শরণার্থীশিবিরে নির্বিচারে বিমান হামলা চলছে। খান ইউনিসের আশপাশের এলাকায়ও শোনা যাচ্ছে গোলাবর্ষণের বিকট আওয়াজ। ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো খুব নিচে দিয়ে উড়ে গিয়ে গাজার পশ্চিমে টহল দিচ্ছে এবং এলোপাতাড়ি হামলা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার গাজায় জাতিসংঘের ক্লিনিকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০। ক্লিনিকটিতে এমন হামলাকে বর্বরোচিত হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।
আলজাজিরার তথ্য অনুযায়ী, এর আগেও গত ১৯ ও ২৩ মার্চ জাতিসংঘের অ্যাম্বুলেন্স, অন্যান্য যান এমনকি একটি ভবনেও হামলা চালিয়েছে। ১৯ মার্চে জাতিসংঘের ভবনটিতে ইসরায়েলি হামলায় সংস্থাটির একজন কর্মকর্তাও নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। অপর হামলায় নিহত হয়েছেন ১৫ জন, যাঁদের একজন জাতিসংঘের এবং আটজন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, বাকিরা ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪০৮ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। ত্রাণকর্মীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তাপ্রধান গিলস মিশো বলেছেন, ‘ত্রাণকর্মীদের ওপর হামলার দায় কেউ নেয় না। আবার ভুল বলে এড়িয়ে যাওয়ার নজিরও আছে। এটা যেন ‘নিউ নরমাল’ (নতুন স্বাভাবিক অবস্থা) হয়ে উঠেছে, যা আবার সবাই মেনেও নিচ্ছে।’
ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় আরও ৪১ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ১৫ জনই উত্তর গাজার শুজাইয়া এলাকার বাসিন্দা।
সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, মধ্য ও দক্ষিণ গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আল-নুসেইরাত শরণার্থীশিবিরে নির্বিচারে বিমান হামলা চলছে। খান ইউনিসের আশপাশের এলাকায়ও শোনা যাচ্ছে গোলাবর্ষণের বিকট আওয়াজ। ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো খুব নিচে দিয়ে উড়ে গিয়ে গাজার পশ্চিমে টহল দিচ্ছে এবং এলোপাতাড়ি হামলা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার গাজায় জাতিসংঘের ক্লিনিকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০। ক্লিনিকটিতে এমন হামলাকে বর্বরোচিত হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।
আলজাজিরার তথ্য অনুযায়ী, এর আগেও গত ১৯ ও ২৩ মার্চ জাতিসংঘের অ্যাম্বুলেন্স, অন্যান্য যান এমনকি একটি ভবনেও হামলা চালিয়েছে। ১৯ মার্চে জাতিসংঘের ভবনটিতে ইসরায়েলি হামলায় সংস্থাটির একজন কর্মকর্তাও নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। অপর হামলায় নিহত হয়েছেন ১৫ জন, যাঁদের একজন জাতিসংঘের এবং আটজন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, বাকিরা ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪০৮ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। ত্রাণকর্মীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তাপ্রধান গিলস মিশো বলেছেন, ‘ত্রাণকর্মীদের ওপর হামলার দায় কেউ নেয় না। আবার ভুল বলে এড়িয়ে যাওয়ার নজিরও আছে। এটা যেন ‘নিউ নরমাল’ (নতুন স্বাভাবিক অবস্থা) হয়ে উঠেছে, যা আবার সবাই মেনেও নিচ্ছে।’
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। সেখানে মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, ভারত যদি ‘এই কথা বলতে চায়, তাহলে তাদের বিশাল অঙ্কের শুল্ক
১৮ মিনিট আগেহংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ সময় একটি টহল গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি সাগরে পড়ে যায়। গাড়িতে থাকা দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হন। বিমানের চার ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে
৩১ মিনিট আগেগাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত তা ভঙ্গ করে চলেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের পক্ষে সাফাই গেয়েছেন, তবে তারপরও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলটিতে ইসরায়েল অন্তত ৮০ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং অন্তত আরও ৯৭ জনকে হত্যা করেছে।
৩৪ মিনিট আগেইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১৪ ঘণ্টা আগে