Ajker Patrika

রাশিয়াকে ১০-১২ দিনের মধ্যে শান্তির পথে আসতে হবে, আলটিমেটাম ট্রাম্পের

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প এর আগে, চলতি মাসের শুরুতে রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন। তবে সেটি ছোট করে নতুন এই সময়সীমা ঘোষণা করে ট্রাম্প বলেন, ‘আমি আর অপেক্ষা করতে চাই না। আজ থেকে ১০ বা ১২ দিনের মধ্যে রাশিয়াকে শান্তির পথে আসতে হবে। আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এই সময়ে ট্রাম্পের এমন শক্ত বার্তা খুব গুরুত্বপূর্ণ। তিনি মানুষের জীবন রক্ষা ও যুদ্ধ বন্ধে মনোযোগী হয়েছেন—এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আলটিমেটামের খেলা’ খেলছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেদভেদেভ লেখেন, ‘প্রতিটি আলটিমেটাম একেকটি হুমকি, যা সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। সেটা রাশিয়া-ইউক্রেন নয়, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে পারে।’

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর রাতের ভাষণে বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা খুব কার্যকর একটি উপায়। কারণ, রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিয়ে দেখে।’

ট্রাম্প এর আগেও বলেছিলেন, তিনি ফের হোয়াইট হাউসে ফিরে গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তিনি নিজেকে একজন শান্তিপ্রিয় নেতা হিসেবে তুলে ধরেন। সোমবার ট্রাম্প আরও বলেন, ‘নিষেধাজ্ঞা, এমনকি প্রয়োজনে ট্যারিফ বা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করব। আমি রাশিয়ার জনগণের বিরুদ্ধে কিছু করতে চাই না, কারণ আমি তাদের ভালোবাসি। কিন্তু যুদ্ধ বন্ধ হওয়া দরকার।’

তবে ট্রাম্প এটাও বলেন, ‘আমরা অনেকবার ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ দেখি পুতিন আবার কিয়েভ বা অন্য কোনো শহরে রকেট ছুড়ছেন। মানুষ মারা যাচ্ছে। নার্সিং হোমেও হামলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত