অনলাইন ডেস্ক
সৌদি আরবের জেদ্দায় ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত হজ সম্মেলন ও প্রদর্শনীর চতুর্থ আসর অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে। আরব নিউজ এ খবর দিয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৮৭টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, একাডেমিক, বিশেষজ্ঞ, কূটনীতিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হলো হাজিদের জন্য প্রদত্ত সেবার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং মক্কা ও মদিনায় হজ সম্পর্কিত কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রচার।
সম্মেলনে ১০০ জনের বেশি বক্তা, ৪৭টি প্যানেল আলোচনা এবং ৫০টি কর্মশালা থাকবে। এতে হজ সেবার মানোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে এবং হজ খাতে উদ্ভাবনী প্রকল্পগুলোকে সহায়তার উপায় খুঁজে বের করা হবে।
এছাড়া, জেদ্দায় ৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে ২৮০টি প্রদর্শক বিভিন্ন খাতের সর্বশেষ প্রযুক্তি, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রদর্শন করবে।
গত আসরের সম্মেলনে হজ সেবার উন্নয়নে ২০২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এতে ৮৭টি দেশের ১ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।
আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের এবং প্রতিষ্ঠানগুলোকে hajjconfex.com ওয়েবসাইটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি আরবের জেদ্দায় ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত হজ সম্মেলন ও প্রদর্শনীর চতুর্থ আসর অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে। আরব নিউজ এ খবর দিয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৮৭টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, একাডেমিক, বিশেষজ্ঞ, কূটনীতিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হলো হাজিদের জন্য প্রদত্ত সেবার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং মক্কা ও মদিনায় হজ সম্পর্কিত কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রচার।
সম্মেলনে ১০০ জনের বেশি বক্তা, ৪৭টি প্যানেল আলোচনা এবং ৫০টি কর্মশালা থাকবে। এতে হজ সেবার মানোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে এবং হজ খাতে উদ্ভাবনী প্রকল্পগুলোকে সহায়তার উপায় খুঁজে বের করা হবে।
এছাড়া, জেদ্দায় ৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে ২৮০টি প্রদর্শক বিভিন্ন খাতের সর্বশেষ প্রযুক্তি, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রদর্শন করবে।
গত আসরের সম্মেলনে হজ সেবার উন্নয়নে ২০২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এতে ৮৭টি দেশের ১ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।
আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের এবং প্রতিষ্ঠানগুলোকে hajjconfex.com ওয়েবসাইটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
২ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
২ ঘণ্টা আগে