অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদন প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এই আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিন দেশের প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফায় সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন।’
বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানোর সঙ্গে এটাও বলা হয়েছে যে, কোনো যুদ্ধবিরতিই একতরফা হতে পারে না। হামাসকেও তাই নিরস্ত্র করতে হবে এবং অবিলম্বে বাকি সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গত জানুয়ারির রায়ের কথাও উল্লেখ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিশ্ব আদালত।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। হামাসকে পরাজিত করার মূল্য যেন ফিলিস্তিনি বেসামরিকদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারই রাফায় স্থল অভিযান চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পর দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইসরায়েল।
রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, রাফায় ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফায়। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদন প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এই আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিন দেশের প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফায় সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন।’
বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানোর সঙ্গে এটাও বলা হয়েছে যে, কোনো যুদ্ধবিরতিই একতরফা হতে পারে না। হামাসকেও তাই নিরস্ত্র করতে হবে এবং অবিলম্বে বাকি সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গত জানুয়ারির রায়ের কথাও উল্লেখ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিশ্ব আদালত।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। হামাসকে পরাজিত করার মূল্য যেন ফিলিস্তিনি বেসামরিকদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারই রাফায় স্থল অভিযান চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পর দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইসরায়েল।
রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, রাফায় ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফায়। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৪ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
৫ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৬ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৭ ঘণ্টা আগে