Ajker Patrika

সৌদি ফ্যালকনস ক্লাব নিলামে এবার ৫০টি বাজপাখি, লেনদেন ৬ মিলিয়ন রিয়াল

বাজপাখি পোষা আরব অঞ্চলের একটি ঐতিহ্য। ছবি: এসপিএ
বাজপাখি পোষা আরব অঞ্চলের একটি ঐতিহ্য। ছবি: এসপিএ

সৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।

সৌদি ফ্যালকনস ক্লাবের আয়োজনে ৪৫ দিনের এই নিলামে দেশের ৩০টি সাইট থেকে ৫০টি বাজপাখির সমাবেশ ঘটানো হয়। একটি অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যেও এই নিলামের সঙ্গে যুক্ত থাকার সুযোগ ছিল।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মেলা শুরু হওয়ার পর ষষ্ঠ রাতে অনুষ্ঠিত একটি নিলামে এবার সর্বোচ্চ দর উঠেছে ৪ লাখ সৌদি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা সোয়া এক কোটি টাকারও বেশি।

নিলামের শেষ রাতে বিক্রি হয়েছে তিনটি বাজপাখি। সম্মিলিতভাবে এই পাখি তিনটি বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার সৌদি রিয়ালে। এর মধ্যে একটি পাখির মূল্য ছিল ২ লাখ ১ হাজার সৌদি রিয়েল। এই হিসেবে বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখের বেশি টাকায় বিক্রি হয়েছে বাজপাখিটি।

মেলার নিলামগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ফ্যালকনস ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি দেখানো হয়েছে। মেলার সমাপনী দিনে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বাজপাখি মালিকদের সহযোগিতায় সৌদি ফ্যালকনস ক্লাব অনুপ্রেরণামূলক এই ড্রয়ের আয়োজন করে। ড্র তে দুটি গাড়ি সহ লাখ রিয়াল নগদ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

সৌদি ফ্যালকনস ক্লাবের মুখপাত্র ওয়ালিদ আল তাওয়েল বলেছেন—বাজপাখি পোষা আরব উপদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ। সৌদি আরব সহ সমগ্র আরব অঞ্চলের মানুষের কাছে এটি একটি জনপ্রিয় এবং অভিজাত শখ। ঐতিহ্য ধরে রাখতেই সৌদি ফ্যালকনস ক্লাব মেলার আয়োজন করেছিল। পাশাপাশি বহু মূল্যবান এই পাখিটির পরিবেশগত, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মূল্যবোধকে সুসংহত করাও এই মেলার উদ্দেশ্য।

আল তাওয়েল জানিয়েছেন, তাঁদের নিলামকে সৌদি আরবের সবচেয়ে বড় অফিশিয়াল ফ্যালকন কেনাবেচার বাজার হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কারণ এটি সম্পর্কিত সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ঐতিহ্যকে উন্নত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত