ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ইস্যুতে ক্রমেই অস্থিতিশীলতা বাড়ছে। মানবাধিকার সংস্থারগুলোর দাবি এই ইস্যুতে সরকারি বাহিনীর দমন–পীড়নে প্রতিবাদ–বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আনীত সবচেয়ে বড় অভিযোগ হলো, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবার শিশুদেরও আটক করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের কারণে ইরানের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদেরও আটক করছে ইরানের নিরাপত্তা বাহিনী। গত রোববার কুর্দিস্তান প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নম্বর প্লেট’ ছাড়া ভ্যান নিয়ে স্কুল প্রাঙ্গণে ঢুকে শিক্ষার্থীদের আটক করা হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার কুর্দিস্তান প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয় দিয়েছে কর্তৃপক্ষ। তার আগেই শিশুদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিশু শিক্ষার্থীদের আটক করার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির শিক্ষামন্ত্রী মোহাম্মদ মাহদি কাজেম।
ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে চলমান বিক্ষোভ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। বিক্ষোভে গত শনিবার পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। আজ সোমবার সকালেও গুলি ও বিস্ফোরকের শব্দ শোনা গেছে ইরানের পশ্চিমাঞ্চলের একটি শহরে। বিক্ষোভকারীদের বরাতে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ বলেছে, এ সময় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গতকাল রোববার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইরানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা ও তাদের সম্পদ জব্দ করা নিশ্চিত করবে জার্মানি।’
গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে আটক অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে ইরান সরকার সহিংসতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ইরানে সরকারের দাবি, এসব প্রচার পশ্চিমাদের ষড়যন্ত্র।
ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ইস্যুতে ক্রমেই অস্থিতিশীলতা বাড়ছে। মানবাধিকার সংস্থারগুলোর দাবি এই ইস্যুতে সরকারি বাহিনীর দমন–পীড়নে প্রতিবাদ–বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আনীত সবচেয়ে বড় অভিযোগ হলো, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবার শিশুদেরও আটক করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের কারণে ইরানের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদেরও আটক করছে ইরানের নিরাপত্তা বাহিনী। গত রোববার কুর্দিস্তান প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নম্বর প্লেট’ ছাড়া ভ্যান নিয়ে স্কুল প্রাঙ্গণে ঢুকে শিক্ষার্থীদের আটক করা হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার কুর্দিস্তান প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয় দিয়েছে কর্তৃপক্ষ। তার আগেই শিশুদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিশু শিক্ষার্থীদের আটক করার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির শিক্ষামন্ত্রী মোহাম্মদ মাহদি কাজেম।
ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে চলমান বিক্ষোভ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। বিক্ষোভে গত শনিবার পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। আজ সোমবার সকালেও গুলি ও বিস্ফোরকের শব্দ শোনা গেছে ইরানের পশ্চিমাঞ্চলের একটি শহরে। বিক্ষোভকারীদের বরাতে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ বলেছে, এ সময় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গতকাল রোববার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইরানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা ও তাদের সম্পদ জব্দ করা নিশ্চিত করবে জার্মানি।’
গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে আটক অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে ইরান সরকার সহিংসতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ইরানে সরকারের দাবি, এসব প্রচার পশ্চিমাদের ষড়যন্ত্র।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে..
৩ মিনিট আগেফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগে