Ajker Patrika

ইসরায়েলের ১০০ সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে হামাস: মার্কিন দূতাবাস

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৫: ১০
ইসরায়েলের ১০০ সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে হামাস: মার্কিন দূতাবাস

ইসরায়েলে হামলা চালিয়ে বেসামরিক ও সেনাসদস্যসহ ১০০ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় আজ রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে। 

এক্সের পোস্টে বলা হয়েছে, অপহৃত ১০০ জনের মধ্যে সামরিক-বেসামরিক নাগরিক রয়েছেন। 

এর আগে হামাসের একজন সিনিয়র নেতা আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ইসরায়েলে হামলা করে তাদের অনেক সৈন্য গ্রেপ্তার করেছি, যা ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য যথেষ্ট।’ 

মানবাধিকার এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছে, যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০টি শিশু ও ১ হাজার ২০০ জনের বেশি প্রশাসনিক বন্দী রয়েছেন। 

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলি সেনাদের দাবি, লেবাননের ওই এলাকা থেকে তাদের একটি সেনা স্থাপনা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তারাও লেবাননে গোলাবর্ষণ করেছে। 

ইসরায়েলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতার বিষয়ে আজ রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। স্থানীয় সময় বেলা ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে বলা হয়। 

বড় সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেন, ‘শুধু আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে শান্তি ফেরানো যেতে পারে।’ 

হামাসের এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে প্রতিরক্ষা সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘আমরা ইসরায়েলের সরকার ও জনগণের সঙ্গে আছি। এই হামলায় ইসরায়েলিদের প্রাণ হারানোর জন্য সমবেদনা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত