অনলাইন ডেস্ক
সৌদি আরবের আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া ও লেবানন। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লইতার। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম প্রেগার-ইউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ইসরায়েলি রাষ্ট্রদূত লইতার মনে করেন, সৌদি আরবের আগে সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তিনি বলেন, ‘এখন আর কোনো কারণ নেই যে, আমরা সিরিয়া ও লেবাননের সঙ্গে সমঝোতায় যাব না।’ তিনি আরও বলেন, ‘আমরা সেখানকার (সিরিয়া-লেবাননে) দৃষ্টান্ত নাটকীয়ভাবে পরিবর্তন করেছি। সিরিয়া ও লেবাননের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস হওয়ার সম্ভাবনার বিষয়ে আমি খুবই আশাবাদী। এটি আসলে সৌদি আরবের আগেও হতে পারে।’
প্রেগার-ইউ-এর সিইও মারিসা স্ট্রিটকে লইতার বলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। কারণ, ২০১৯ সালেও দেশটি এই চুক্তির খুব কাছাকাছি ছিল। যদি প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালেও ক্ষমতায় থাকতেন, তবে আমরা সম্ভবত সেই লক্ষ্যে পৌঁছে যেতাম। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে সম্পর্ক স্বাভাবিকীকরণে জটিলতা থাকলেও ইসরায়েল ও সৌদি আরব এখনো সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে।
লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননের একটি ব্যর্থ রাষ্ট্রের অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুশীল সমাজ হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে।’ সিরিয়ার প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও দ্বিধা করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ার পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করা উচিত। তিনি সিরিয়ার দ্রুজ ও আলভীদের মতো সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্বের কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জিহাদিদের আমাদের সীমান্তে থাকতে দিতে পারি না। ৭ অক্টোবরের ঘটনা থেকে আমরা এটি শিখেছি। আমরা চাই আল-শারা এমন একটি দিকে যান, যেখানে আমরা দেখব তিনি জিহাদি গোষ্ঠীগুলোকে ভেঙে দিচ্ছেন, হামাস-হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করছেন এবং সংখ্যালঘুদের রক্ষা করছেন।’
সৌদি আরবের আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া ও লেবানন। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লইতার। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম প্রেগার-ইউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ইসরায়েলি রাষ্ট্রদূত লইতার মনে করেন, সৌদি আরবের আগে সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তিনি বলেন, ‘এখন আর কোনো কারণ নেই যে, আমরা সিরিয়া ও লেবাননের সঙ্গে সমঝোতায় যাব না।’ তিনি আরও বলেন, ‘আমরা সেখানকার (সিরিয়া-লেবাননে) দৃষ্টান্ত নাটকীয়ভাবে পরিবর্তন করেছি। সিরিয়া ও লেবাননের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস হওয়ার সম্ভাবনার বিষয়ে আমি খুবই আশাবাদী। এটি আসলে সৌদি আরবের আগেও হতে পারে।’
প্রেগার-ইউ-এর সিইও মারিসা স্ট্রিটকে লইতার বলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। কারণ, ২০১৯ সালেও দেশটি এই চুক্তির খুব কাছাকাছি ছিল। যদি প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালেও ক্ষমতায় থাকতেন, তবে আমরা সম্ভবত সেই লক্ষ্যে পৌঁছে যেতাম। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে সম্পর্ক স্বাভাবিকীকরণে জটিলতা থাকলেও ইসরায়েল ও সৌদি আরব এখনো সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে।
লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননের একটি ব্যর্থ রাষ্ট্রের অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুশীল সমাজ হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে।’ সিরিয়ার প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও দ্বিধা করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ার পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করা উচিত। তিনি সিরিয়ার দ্রুজ ও আলভীদের মতো সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্বের কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জিহাদিদের আমাদের সীমান্তে থাকতে দিতে পারি না। ৭ অক্টোবরের ঘটনা থেকে আমরা এটি শিখেছি। আমরা চাই আল-শারা এমন একটি দিকে যান, যেখানে আমরা দেখব তিনি জিহাদি গোষ্ঠীগুলোকে ভেঙে দিচ্ছেন, হামাস-হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করছেন এবং সংখ্যালঘুদের রক্ষা করছেন।’
লন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন।
৬ মিনিট আগেরাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর রাজধানীর কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
৩৪ মিনিট আগেক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
১ ঘণ্টা আগেইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
২ ঘণ্টা আগে