অনলাইন ডেস্ক
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যুক্ত হলো ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম যুদ্ধজাহাজ। আজ বৃহস্পতিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শহীদ বাঘেরি নামের ড্রোন ক্যারিয়ারটি মূলত বাণিজ্যিক কনটেইনারবাহী জাহাজ ছিল। পরে এটিকে ৫৯০ ফুট দীর্ঘ রানওয়েসহ সামরিক অভিযানের উপযোগী করে তোলা হয়।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি বলেন, ‘বিপ্লবী গার্ড বাহিনী একটি বাণিজ্যিক জাহাজকে সচল নৌ প্ল্যাটফর্মে রূপান্তর করেছে, যা সমুদ্রে ড্রোন ও হেলিকপ্টার মিশন পরিচালনা করতে সক্ষম।’ তিনি আরও বলেন, ‘আমাদের বহরে এই জাহাজের সংযোজন ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দূরবর্তী জলসীমায় আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।’
এই যুদ্ধজাহাজ বিপ্লবী গার্ড বাহিনীর আগের যুদ্ধজাহাজগুলোর চেয়ে ভিন্ন। কারণ, এটি কাহের ড্রোনের (একটি স্থানীয় যুদ্ধবিমানের ক্ষুদ্র সংস্করণ) মতো বড় ড্রোন উৎক্ষেপণ এবং সেটির অবতরণ নিশ্চিত করতে সক্ষম।
এ ছাড়া, জাহাজটি দ্রুতগতির অ্যাটাক নৌযান, মনুষ্যবিহীন সাবমেরিন ও স্বল্পপাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল বহনে সক্ষম। একবার পরিপূর্ণ জ্বালানি নিয়ে নিলে টানা এক বছর গভীর সমুদ্রে চলতে পারে এই ক্যারিয়ার।
বিশ্লেষকেরা বলছেন, নৌবহরে এই ক্যারিয়ার যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক জলসীমা ও কৌশলগত গুরুত্বপূর্ণ পথগুলোর ওপর আরও নিবিড় নজরদারি চালাতে পারবে ইরান। মার্কিন থিংক ট্যাংক ওয়াশিংটন ইনস্টিটিউটের ইরানি নৌবাহিনীবিষয়ক বিশেষজ্ঞ ফারজিন নাদিমি বলেন, ‘এটি ক্ষমতা প্রদর্শনের এক কার্যকরী হাতিয়ার হতে পারে। এটি জলদস্যু দমন ও সামুদ্রিক নিরাপত্তা মিশনের জন্য সহায়ক হতে পারে।’
ফারজিন নাদিমি আরও বলেন, ‘এটি ইরানের সমুদ্রসীমা সম্প্রসারিত করবে এবং নজরদারি ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার সুযোগ তৈরি করবে। তা ছাড়া, যদি এটি সঠিক প্রযুক্তি দিয়ে সজ্জিত হয়, তবে এটি মাইন-ক্লিয়ারিং অপারেশন পরিচালনায়ও সহায়তা করতে পারে।’
তবে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক দিক থেকে এই ক্যারিয়ারের কার্যকারিতা সীমিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিমি বলেন, ‘কোনো গোপন অভিযানের উপযুক্ত নয় এটি। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকয় আধুনিক অ্যান্টি-শিপ অস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এটি। তা ছাড়া, নজরদারি রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা নেই এটির।’
আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা সিকিউরিটি ভেরোনার ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহিন মোদাররেস বলেন, ‘এই ক্যারিয়ার নজরদারি রাডার ফাঁকি দিতে পারে না। এই সীমাবদ্ধতাই এটিকে একটি কার্যকর প্রতিরোধমূলক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে বাধা দেবে। জাহাজটি নজরদারি এবং সীমিত পাল্লার জন্য ড্রোন উৎক্ষেপণ করতে পারলেও, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন শত্রুর বিরুদ্ধে মারাত্মক সামরিক অভিযানের ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।’
বিশেষজ্ঞদের মতে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্রবাহী কোনো করভেটকে যদি এর সুরক্ষায় নিয়োজিত করা যায় তাহলে আরেকটু শক্তিশালী হবে ক্যারিয়ারটি। অন্যথায় খুব সহজেই একে ধ্বংস করতে পারবে শত্রুপক্ষ।
জানুয়ারির শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী নতুন নতুন অস্ত্র প্রকাশ করেছে। এমন এক সময়ে অস্ত্রগুলো সামনে আনা হচ্ছে—যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমশ বাড়ছে।
‘শহীদ বাঘেরিই’ ইরানের একমাত্র ড্রোন ক্যারিয়ার নয়। এ ছাড়া আরও দুটি—‘শহীদ রৌদাকি’ ও ‘শহীদ মাহদাভি’ ড্রোন ক্যারিয়ারও ইরান তৈরি করেছে। এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের আরও কাছে নিয়ে যেতে পারবে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যুক্ত হলো ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম যুদ্ধজাহাজ। আজ বৃহস্পতিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শহীদ বাঘেরি নামের ড্রোন ক্যারিয়ারটি মূলত বাণিজ্যিক কনটেইনারবাহী জাহাজ ছিল। পরে এটিকে ৫৯০ ফুট দীর্ঘ রানওয়েসহ সামরিক অভিযানের উপযোগী করে তোলা হয়।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি বলেন, ‘বিপ্লবী গার্ড বাহিনী একটি বাণিজ্যিক জাহাজকে সচল নৌ প্ল্যাটফর্মে রূপান্তর করেছে, যা সমুদ্রে ড্রোন ও হেলিকপ্টার মিশন পরিচালনা করতে সক্ষম।’ তিনি আরও বলেন, ‘আমাদের বহরে এই জাহাজের সংযোজন ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দূরবর্তী জলসীমায় আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।’
এই যুদ্ধজাহাজ বিপ্লবী গার্ড বাহিনীর আগের যুদ্ধজাহাজগুলোর চেয়ে ভিন্ন। কারণ, এটি কাহের ড্রোনের (একটি স্থানীয় যুদ্ধবিমানের ক্ষুদ্র সংস্করণ) মতো বড় ড্রোন উৎক্ষেপণ এবং সেটির অবতরণ নিশ্চিত করতে সক্ষম।
এ ছাড়া, জাহাজটি দ্রুতগতির অ্যাটাক নৌযান, মনুষ্যবিহীন সাবমেরিন ও স্বল্পপাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল বহনে সক্ষম। একবার পরিপূর্ণ জ্বালানি নিয়ে নিলে টানা এক বছর গভীর সমুদ্রে চলতে পারে এই ক্যারিয়ার।
বিশ্লেষকেরা বলছেন, নৌবহরে এই ক্যারিয়ার যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক জলসীমা ও কৌশলগত গুরুত্বপূর্ণ পথগুলোর ওপর আরও নিবিড় নজরদারি চালাতে পারবে ইরান। মার্কিন থিংক ট্যাংক ওয়াশিংটন ইনস্টিটিউটের ইরানি নৌবাহিনীবিষয়ক বিশেষজ্ঞ ফারজিন নাদিমি বলেন, ‘এটি ক্ষমতা প্রদর্শনের এক কার্যকরী হাতিয়ার হতে পারে। এটি জলদস্যু দমন ও সামুদ্রিক নিরাপত্তা মিশনের জন্য সহায়ক হতে পারে।’
ফারজিন নাদিমি আরও বলেন, ‘এটি ইরানের সমুদ্রসীমা সম্প্রসারিত করবে এবং নজরদারি ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার সুযোগ তৈরি করবে। তা ছাড়া, যদি এটি সঠিক প্রযুক্তি দিয়ে সজ্জিত হয়, তবে এটি মাইন-ক্লিয়ারিং অপারেশন পরিচালনায়ও সহায়তা করতে পারে।’
তবে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক দিক থেকে এই ক্যারিয়ারের কার্যকারিতা সীমিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিমি বলেন, ‘কোনো গোপন অভিযানের উপযুক্ত নয় এটি। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকয় আধুনিক অ্যান্টি-শিপ অস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এটি। তা ছাড়া, নজরদারি রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা নেই এটির।’
আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা সিকিউরিটি ভেরোনার ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহিন মোদাররেস বলেন, ‘এই ক্যারিয়ার নজরদারি রাডার ফাঁকি দিতে পারে না। এই সীমাবদ্ধতাই এটিকে একটি কার্যকর প্রতিরোধমূলক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে বাধা দেবে। জাহাজটি নজরদারি এবং সীমিত পাল্লার জন্য ড্রোন উৎক্ষেপণ করতে পারলেও, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন শত্রুর বিরুদ্ধে মারাত্মক সামরিক অভিযানের ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।’
বিশেষজ্ঞদের মতে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্রবাহী কোনো করভেটকে যদি এর সুরক্ষায় নিয়োজিত করা যায় তাহলে আরেকটু শক্তিশালী হবে ক্যারিয়ারটি। অন্যথায় খুব সহজেই একে ধ্বংস করতে পারবে শত্রুপক্ষ।
জানুয়ারির শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী নতুন নতুন অস্ত্র প্রকাশ করেছে। এমন এক সময়ে অস্ত্রগুলো সামনে আনা হচ্ছে—যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমশ বাড়ছে।
‘শহীদ বাঘেরিই’ ইরানের একমাত্র ড্রোন ক্যারিয়ার নয়। এ ছাড়া আরও দুটি—‘শহীদ রৌদাকি’ ও ‘শহীদ মাহদাভি’ ড্রোন ক্যারিয়ারও ইরান তৈরি করেছে। এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের আরও কাছে নিয়ে যেতে পারবে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে।
ইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
২৭ মিনিট আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেব্রিটেনের রাজধানী লন্ডনে খালিস্তানপন্থী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর ব্যাহত করার চেষ্টা করেছিল। এমনকি তাঁর ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ সময়, জয়শঙ্করের উপস্থিতিতে ভারতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়।
২ ঘণ্টা আগেশিশুদের মারধরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের শিশু চিকিৎসকেরা। বর্তমানে যুক্তিসংগত কারণে শিশুদের মারধর করা আইনগতভাবে বৈধ। কিন্তু চিকিৎসকেরা সেটিও চান না। তাই এই বিষয়ে, বর্তমান আইন সংশোধনে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য
৪ ঘণ্টা আগে