অনলাইন ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনায় বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৮।
শুধু রাফাহেই নয়, হামলা হয়েছে পুরো উপত্যকায়। খান ইউনিসে একটি শরণার্থীশিবিরে বিমান থেকে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। হামলা চালানো হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। একটি বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে চারজন।
গাজার উত্তরের একাধিক এলাকায়ও ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। তবে, থেমে নেই হামাসও। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য এই হামলার পর বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামাসের স্থাপনা লক্ষ্য করে ব্যাক পাল্টা গুলি চালিয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে হতাহত সেনাদের উদ্ধার করতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, তুফাহ ও শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একের পর এক আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াফা বলছে, গাজা সিটিতে গতকাল সোমবার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে, অচল হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনাও। সব মিলিয়ে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।
এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় জরুরি ত্রাণ প্রবেশের আহ্বান জানাচ্ছে। তবে খাদ্য ও জ্বালানির প্রবেশাধিকার প্রায় অচল। মার্চের শুরু থেকে জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় পানি পরিশোধন কেন্দ্র ও পাম্পিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে গাজায় পানির সংকটও প্রকট হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনায় বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৮।
শুধু রাফাহেই নয়, হামলা হয়েছে পুরো উপত্যকায়। খান ইউনিসে একটি শরণার্থীশিবিরে বিমান থেকে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। হামলা চালানো হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। একটি বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে চারজন।
গাজার উত্তরের একাধিক এলাকায়ও ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। তবে, থেমে নেই হামাসও। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য এই হামলার পর বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামাসের স্থাপনা লক্ষ্য করে ব্যাক পাল্টা গুলি চালিয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে হতাহত সেনাদের উদ্ধার করতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, তুফাহ ও শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একের পর এক আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াফা বলছে, গাজা সিটিতে গতকাল সোমবার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে, অচল হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনাও। সব মিলিয়ে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।
এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় জরুরি ত্রাণ প্রবেশের আহ্বান জানাচ্ছে। তবে খাদ্য ও জ্বালানির প্রবেশাধিকার প্রায় অচল। মার্চের শুরু থেকে জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় পানি পরিশোধন কেন্দ্র ও পাম্পিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে গাজায় পানির সংকটও প্রকট হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যে সম্পর্ক আগে ছিল, তা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠককালে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এ দুই দেশই চলমান বৈশ্বিক ও বাণিজ্যিক অস্থিরতার মধ্যে সংলাপ
১ ঘণ্টা আগেতুমুল তর্ক-বিতর্ক চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে গেল যে, জেলেনস্কির মুখে পানি ছুড়ে মারলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে নয়, হংকংয়ে এক অপেরা মঞ্চে ‘ট্রাম্প: দ্য টুইনস প্রেসিডেন্ট’ প্রহসন
২ ঘণ্টা আগেখ্রিষ্টধর্মীয় নেতারা বলেন, সেটলাররা ওই এলাকায় ফিলিস্তিনিদের জমিতে তাদের গবাদিপশু চরাচ্ছে। গত মাসে তারা একাধিক ফিলিস্তিনি বাড়িতে আগুন দেয় এবং একটি সাইনবোর্ড টাঙায় যাতে লেখা ছিল—‘এখানে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই।’
২ ঘণ্টা আগেথাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ ফি চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার ফি নামে পরিচিত। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে