অনলাইন ডেস্ক
তুমুল তর্ক-বিতর্ক চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে গেল যে, জেলেনস্কির মুখে পানি ছুড়ে মারলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে নয়, হংকংয়ে এক অপেরা মঞ্চে ‘ট্রাম্প: দ্য টুইনস প্রেসিডেন্ট’ প্রহসন নাটকের দৃশ্য এটি।
প্রযোজনাটি ক্যান্টোনিজ অপেরার একটি আধুনিক রূপ, যেখানে সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্ব রাজনীতির নাটকীয় পালাবদল কল্পনার ছকে তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে প্রথম ট্রাম্প-নির্ভর অপেরা পরিবেশনার পর এটি এই ধারাবাহিকতার সর্বশেষ সংস্করণ।
অপেরাটির সাম্প্রতিক পরিবেশনায় স্থান পেয়েছে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে কথিত হত্যাচেষ্টা, তাঁর শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানবিরোধী বক্তব্য এবং ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। আড়াই ঘণ্টার এই অপেরা শুরু হয় ইভাঙ্কা ট্রাম্পের (ট্রাম্পের মেয়ে) একটি স্বপ্নদৃশ্য দিয়ে। দেখানো হয় ইভাঙ্কা স্বপ্নে দেখছেন ট্রাম্পের এক যমজ ভাই আছেন। তিনি চীনে থাকেন। ট্রাম্পের যমজ ভাইয়ের নাম চুয়ান পু।
ইভাঙ্কার স্বপ্নের মধ্যে ট্রাম্প অপহৃত হন। তখন দেশকে স্থিতিশীল রাখতে চাচা চুয়ান পুকে ট্রাম্প সেজে যুক্তরাষ্ট্র সরকারের নেতৃত্ব নেওয়ার অনুরোধ করেন ইভাঙ্কা।
অপেরার রচয়িতা ও সুরকার এডওয়ার্ড লি কুই-মিং জানান, তরুণদের কাছে ক্যান্টোনিজ অপেরাকে আরও আকর্ষণীয় করে তুলতেই তিনি ট্রাম্পকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাম্প বিশ্বজুড়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তাঁর চরিত্র আমাদের উপস্থাপনায় নতুন মাত্রা এনেছে।’
প্রচলিত ক্যান্টোনিজ অপেরায় যেখানে ঐতিহ্যবাহী রং ও সাজ-পোশাক অনুসরণ করা হয়, সেখানে এই প্রযোজনায় দেখা গেছে আধুনিক মঞ্চকৌশল। বর্ষীয়ান অভিনেতা লুং কুন-টিন ট্রাম্প চরিত্রে অভিনয় করেছেন। সোনালি পরচুলা ও শারীরিক অভিব্যক্তির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। অপেরায় দেখা যায় আরও কিছু ঐতিহাসিক রাজনৈতিক চরিত্র—যেমন আব্রাহাম লিংকন, রিচার্ড নিক্সন, মাও সে তুং ও কিম জং উন। তবে রচয়িতার দাবি, তাঁর উদ্দেশ্য রাজনৈতিক বিতর্ক নয়, বরং ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দেওয়া।
অপেরাটি দর্শকমহলেও সাড়া ফেলেছে। ১৬ বছর বয়সী অদিবা জেং বলেন, ‘এই অপেরার মাধ্যমে চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাগুলো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে, এটা দারুণ!’
রচয়িতা লির ইচ্ছা, ভবিষ্যতে ব্রডওয়ে মঞ্চেও এই অপেরা পরিবেশিত হবে। তবে অর্থায়ন ও আয়োজন নিয়ে কিছু জটিলতা থাকায় এখনো তা বাস্তবায়িত হয়নি। তবুও তিনি বিশ্বাস করেন, রাজনীতিতে প্রবেশের আগে যারা বিনোদন জগতের অংশ ছিলেন—যেমন ট্রাম্প ও জেলেনস্কি, তাঁরা এই প্রযোজনাকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।
লি বলেন, ‘নাটকই জীবন। রাজনীতিও এক ধরনের নাটক। আর এই অপেরা সে কথাই মনে করিয়ে দেয়।’
তথ্যসূত্র: সিএনএন
তুমুল তর্ক-বিতর্ক চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে গেল যে, জেলেনস্কির মুখে পানি ছুড়ে মারলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে নয়, হংকংয়ে এক অপেরা মঞ্চে ‘ট্রাম্প: দ্য টুইনস প্রেসিডেন্ট’ প্রহসন নাটকের দৃশ্য এটি।
প্রযোজনাটি ক্যান্টোনিজ অপেরার একটি আধুনিক রূপ, যেখানে সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্ব রাজনীতির নাটকীয় পালাবদল কল্পনার ছকে তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে প্রথম ট্রাম্প-নির্ভর অপেরা পরিবেশনার পর এটি এই ধারাবাহিকতার সর্বশেষ সংস্করণ।
অপেরাটির সাম্প্রতিক পরিবেশনায় স্থান পেয়েছে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে কথিত হত্যাচেষ্টা, তাঁর শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানবিরোধী বক্তব্য এবং ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। আড়াই ঘণ্টার এই অপেরা শুরু হয় ইভাঙ্কা ট্রাম্পের (ট্রাম্পের মেয়ে) একটি স্বপ্নদৃশ্য দিয়ে। দেখানো হয় ইভাঙ্কা স্বপ্নে দেখছেন ট্রাম্পের এক যমজ ভাই আছেন। তিনি চীনে থাকেন। ট্রাম্পের যমজ ভাইয়ের নাম চুয়ান পু।
ইভাঙ্কার স্বপ্নের মধ্যে ট্রাম্প অপহৃত হন। তখন দেশকে স্থিতিশীল রাখতে চাচা চুয়ান পুকে ট্রাম্প সেজে যুক্তরাষ্ট্র সরকারের নেতৃত্ব নেওয়ার অনুরোধ করেন ইভাঙ্কা।
অপেরার রচয়িতা ও সুরকার এডওয়ার্ড লি কুই-মিং জানান, তরুণদের কাছে ক্যান্টোনিজ অপেরাকে আরও আকর্ষণীয় করে তুলতেই তিনি ট্রাম্পকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাম্প বিশ্বজুড়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তাঁর চরিত্র আমাদের উপস্থাপনায় নতুন মাত্রা এনেছে।’
প্রচলিত ক্যান্টোনিজ অপেরায় যেখানে ঐতিহ্যবাহী রং ও সাজ-পোশাক অনুসরণ করা হয়, সেখানে এই প্রযোজনায় দেখা গেছে আধুনিক মঞ্চকৌশল। বর্ষীয়ান অভিনেতা লুং কুন-টিন ট্রাম্প চরিত্রে অভিনয় করেছেন। সোনালি পরচুলা ও শারীরিক অভিব্যক্তির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। অপেরায় দেখা যায় আরও কিছু ঐতিহাসিক রাজনৈতিক চরিত্র—যেমন আব্রাহাম লিংকন, রিচার্ড নিক্সন, মাও সে তুং ও কিম জং উন। তবে রচয়িতার দাবি, তাঁর উদ্দেশ্য রাজনৈতিক বিতর্ক নয়, বরং ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দেওয়া।
অপেরাটি দর্শকমহলেও সাড়া ফেলেছে। ১৬ বছর বয়সী অদিবা জেং বলেন, ‘এই অপেরার মাধ্যমে চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাগুলো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে, এটা দারুণ!’
রচয়িতা লির ইচ্ছা, ভবিষ্যতে ব্রডওয়ে মঞ্চেও এই অপেরা পরিবেশিত হবে। তবে অর্থায়ন ও আয়োজন নিয়ে কিছু জটিলতা থাকায় এখনো তা বাস্তবায়িত হয়নি। তবুও তিনি বিশ্বাস করেন, রাজনীতিতে প্রবেশের আগে যারা বিনোদন জগতের অংশ ছিলেন—যেমন ট্রাম্প ও জেলেনস্কি, তাঁরা এই প্রযোজনাকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।
লি বলেন, ‘নাটকই জীবন। রাজনীতিও এক ধরনের নাটক। আর এই অপেরা সে কথাই মনে করিয়ে দেয়।’
তথ্যসূত্র: সিএনএন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের (এসইএআরও) প্রধান সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে ছুটিতে রয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ মিনিট আগেপ্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই ভারতীয় নাগরিকেরা অনলাইন প্রতারণায় প্রায় ৮২০ মিলিয়ন ডলার (প্রায় ৯ হাজার ৯৭০ কোটি টাকা) হারিয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
২ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে