ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বর্ধিত ত্রাণ সহায়তার প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়। তবে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়। তার বদলে স্থায়ীভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করার প্রতি জোর দেয় ওয়াশিংটন। পাশাপাশি জাতিসংঘকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া একটি ধারাকেও অপসারণের দাবি তুলেছিল দেশটি।
জাতিসংঘের এই প্রস্তাবে গাজায় মানবিক সরবরাহের প্রবাহ বাড়ানোর কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অবিলম্বে জাতিসংঘের অধীনে মানবিক সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়েছে, এই কর্মকাণ্ডে জড়িত সব পক্ষই যেন এই সমন্বয়কারীকে সব ধরনের সহযোগিতা করে।
এদিকে, যুদ্ধবিরতি ছাড়া এমন ত্রাণ সহায়তা কার্যক্রম গাজায় একটি কার্যকর পদ্ধতি হবে—এই বিষয়ে সন্দিহান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি, নিরাপত্তা পরিষদের আজকের প্রস্তাব ব্যাপক ত্রাণ সরবরাহের উন্নতিতে সাহায্য করবে। তবে গাজার মানুষের মরিয়া চাহিদা মেটাতে ও তাদের চলমান দুঃস্বপ্নের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো মানবিক যুদ্ধবিরতি।’
এর আগে, সাংবাদিকদের বলেন, ‘অনেক লোক মিসরীয় রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও আমাদের বিভিন্ন অংশীদারদের তরফ থেকে যাওয়ায় ট্রাকের সংখ্যার ওপর ভিত্তি করে গাজায় মানবিক অভিযানের কার্যকারিতা পরিমাপ করছে। এটা একটি ভুল পদ্ধতি।’ তিনি বলেন, ‘আসল সমস্যা হলো, ইসরায়েল যেভাবে আক্রমণ পরিচালনা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে।’
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশের আগে আরও অন্তত চার দফায় স্থগিত হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতেও প্রস্তাবটি স্থগিত হয়েছিল। সে সময় বাইডেন প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি সমর্থন করতে পারে। কিন্তু শেষ অবধি তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি সব দেশই এর পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া বিরত থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে কিন্তু এতে হামাসের হামলার কোনো নিন্দা না থাকায় ভোট দেওয়া বিরত থেকেছে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বর্ধিত ত্রাণ সহায়তার প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়। তবে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়। তার বদলে স্থায়ীভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করার প্রতি জোর দেয় ওয়াশিংটন। পাশাপাশি জাতিসংঘকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া একটি ধারাকেও অপসারণের দাবি তুলেছিল দেশটি।
জাতিসংঘের এই প্রস্তাবে গাজায় মানবিক সরবরাহের প্রবাহ বাড়ানোর কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অবিলম্বে জাতিসংঘের অধীনে মানবিক সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়েছে, এই কর্মকাণ্ডে জড়িত সব পক্ষই যেন এই সমন্বয়কারীকে সব ধরনের সহযোগিতা করে।
এদিকে, যুদ্ধবিরতি ছাড়া এমন ত্রাণ সহায়তা কার্যক্রম গাজায় একটি কার্যকর পদ্ধতি হবে—এই বিষয়ে সন্দিহান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি, নিরাপত্তা পরিষদের আজকের প্রস্তাব ব্যাপক ত্রাণ সরবরাহের উন্নতিতে সাহায্য করবে। তবে গাজার মানুষের মরিয়া চাহিদা মেটাতে ও তাদের চলমান দুঃস্বপ্নের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো মানবিক যুদ্ধবিরতি।’
এর আগে, সাংবাদিকদের বলেন, ‘অনেক লোক মিসরীয় রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও আমাদের বিভিন্ন অংশীদারদের তরফ থেকে যাওয়ায় ট্রাকের সংখ্যার ওপর ভিত্তি করে গাজায় মানবিক অভিযানের কার্যকারিতা পরিমাপ করছে। এটা একটি ভুল পদ্ধতি।’ তিনি বলেন, ‘আসল সমস্যা হলো, ইসরায়েল যেভাবে আক্রমণ পরিচালনা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে।’
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশের আগে আরও অন্তত চার দফায় স্থগিত হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতেও প্রস্তাবটি স্থগিত হয়েছিল। সে সময় বাইডেন প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি সমর্থন করতে পারে। কিন্তু শেষ অবধি তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি সব দেশই এর পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া বিরত থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে কিন্তু এতে হামাসের হামলার কোনো নিন্দা না থাকায় ভোট দেওয়া বিরত থেকেছে।’
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
২ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
২ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
৩ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
৩ ঘণ্টা আগে