ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বর্ধিত ত্রাণ সহায়তার প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়। তবে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়। তার বদলে স্থায়ীভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করার প্রতি জোর দেয় ওয়াশিংটন। পাশাপাশি জাতিসংঘকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া একটি ধারাকেও অপসারণের দাবি তুলেছিল দেশটি।
জাতিসংঘের এই প্রস্তাবে গাজায় মানবিক সরবরাহের প্রবাহ বাড়ানোর কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অবিলম্বে জাতিসংঘের অধীনে মানবিক সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়েছে, এই কর্মকাণ্ডে জড়িত সব পক্ষই যেন এই সমন্বয়কারীকে সব ধরনের সহযোগিতা করে।
এদিকে, যুদ্ধবিরতি ছাড়া এমন ত্রাণ সহায়তা কার্যক্রম গাজায় একটি কার্যকর পদ্ধতি হবে—এই বিষয়ে সন্দিহান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি, নিরাপত্তা পরিষদের আজকের প্রস্তাব ব্যাপক ত্রাণ সরবরাহের উন্নতিতে সাহায্য করবে। তবে গাজার মানুষের মরিয়া চাহিদা মেটাতে ও তাদের চলমান দুঃস্বপ্নের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো মানবিক যুদ্ধবিরতি।’
এর আগে, সাংবাদিকদের বলেন, ‘অনেক লোক মিসরীয় রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও আমাদের বিভিন্ন অংশীদারদের তরফ থেকে যাওয়ায় ট্রাকের সংখ্যার ওপর ভিত্তি করে গাজায় মানবিক অভিযানের কার্যকারিতা পরিমাপ করছে। এটা একটি ভুল পদ্ধতি।’ তিনি বলেন, ‘আসল সমস্যা হলো, ইসরায়েল যেভাবে আক্রমণ পরিচালনা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে।’
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশের আগে আরও অন্তত চার দফায় স্থগিত হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতেও প্রস্তাবটি স্থগিত হয়েছিল। সে সময় বাইডেন প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি সমর্থন করতে পারে। কিন্তু শেষ অবধি তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি সব দেশই এর পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া বিরত থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে কিন্তু এতে হামাসের হামলার কোনো নিন্দা না থাকায় ভোট দেওয়া বিরত থেকেছে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বর্ধিত ত্রাণ সহায়তার প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়। তবে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়। তার বদলে স্থায়ীভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করার প্রতি জোর দেয় ওয়াশিংটন। পাশাপাশি জাতিসংঘকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া একটি ধারাকেও অপসারণের দাবি তুলেছিল দেশটি।
জাতিসংঘের এই প্রস্তাবে গাজায় মানবিক সরবরাহের প্রবাহ বাড়ানোর কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অবিলম্বে জাতিসংঘের অধীনে মানবিক সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়েছে, এই কর্মকাণ্ডে জড়িত সব পক্ষই যেন এই সমন্বয়কারীকে সব ধরনের সহযোগিতা করে।
এদিকে, যুদ্ধবিরতি ছাড়া এমন ত্রাণ সহায়তা কার্যক্রম গাজায় একটি কার্যকর পদ্ধতি হবে—এই বিষয়ে সন্দিহান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি, নিরাপত্তা পরিষদের আজকের প্রস্তাব ব্যাপক ত্রাণ সরবরাহের উন্নতিতে সাহায্য করবে। তবে গাজার মানুষের মরিয়া চাহিদা মেটাতে ও তাদের চলমান দুঃস্বপ্নের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো মানবিক যুদ্ধবিরতি।’
এর আগে, সাংবাদিকদের বলেন, ‘অনেক লোক মিসরীয় রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও আমাদের বিভিন্ন অংশীদারদের তরফ থেকে যাওয়ায় ট্রাকের সংখ্যার ওপর ভিত্তি করে গাজায় মানবিক অভিযানের কার্যকারিতা পরিমাপ করছে। এটা একটি ভুল পদ্ধতি।’ তিনি বলেন, ‘আসল সমস্যা হলো, ইসরায়েল যেভাবে আক্রমণ পরিচালনা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে।’
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশের আগে আরও অন্তত চার দফায় স্থগিত হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতেও প্রস্তাবটি স্থগিত হয়েছিল। সে সময় বাইডেন প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি সমর্থন করতে পারে। কিন্তু শেষ অবধি তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি সব দেশই এর পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া বিরত থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে কিন্তু এতে হামাসের হামলার কোনো নিন্দা না থাকায় ভোট দেওয়া বিরত থেকেছে।’
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
২ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
৪ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
৫ ঘণ্টা আগে