মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।
মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে তাঁর জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তাঁর বাবা-মা। পরে সেখানে থাকতেই জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
৩৪ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৩ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে