Ajker Patrika

জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা বাতিল করল ইসরায়েল 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৯
জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা বাতিল করল ইসরায়েল 

গত দু্ই মাসেরও বেশি সময় ধরে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতেও দিচ্ছে না তাঁরা। এবার দেশটি জাতিসংঘের ত্রাণ ও উদ্ধার কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইসরায়েল জানিয়েছে, তাঁরা আর জাতিসংঘের কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা দেবে না। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে সহযোগিতার অভিযোগ তুলে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। 

ইসরায়েলের এমন সিদ্ধান্তের ফলে তাঁদের সঙ্গে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দেশটির অভিযোগ, এই বিশ্ব সংস্থাটি দীর্ঘদিন ধরে অন্যায্য এবং অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে আসছে। 

নেতানিয়াহু সরকারের মুখপাত্র এইলন লেভি বলেন, ইসরায়েল এখন জাতিসংঘের কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা দেবে না। এর বদলে তাঁরা কর্মীদের কেস বাই কেস ভিত্তিতে ভিসা দেবে। 

লেভি বলেন, জাতিসংঘের যেসব কর্মীরা হামাসের গুজবের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে তাঁদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে ইসরায়েল। দেশটি তাঁদের মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

যুক্তরাজ্যর সংবাদমাধ্যম দ্য হিল এ বিষয়ে জাতিসংঘের কাছে মন্তব্যর অনুরোধ করলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।

গাজায় যুদ্ধবিরতির জন্য সংস্থাটির বারবার আহ্বানের পরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এবং জাতিসংঘের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত