Ajker Patrika

ইয়েমেনি সেনার গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের সেনাবাহিনীর এক সৈন্যর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় হঠাৎ করে ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন গুরতর আহত হন।

হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে তাঁরা। তবে গত এক বছর ধরে সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে হুথিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সৌদির সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি।

সৌদির সেনাদের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেনি হুথিরা। তবে তাঁদের এক কর্মকর্তা বলেছেন, দখলদারদের বিরুদ্ধে কঠিন বাস্তবতা শুরুর ইঙ্গিত এটি।

শুক্রবার রাতে রাজধানী সানা থেকে ৫০০ কিলোমিটার দূরের শহর সিয়ুনে ঘটে এই ঘটনা। সৌদির নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তখন ওই ইয়েমেনি সেনা প্রকাশ্যে গুলি ছোড়েন। তার গুলিতে নিহত ও আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনা সৌদির নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কার্যক্রমে প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে হুথিদের অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর নতুন করে হুথিদের ওপর হামলা চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত