আজকের পত্রিকা ডেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার আশঙ্কা জোরদার হয়েছে। এর জেরে ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে। সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। খবর গার্ডিয়ানের।
এ ছাড়া জেরুজালেম পোস্টের গতকাল শুক্রবারের খবরে বলা হয়েছে, হামলার ঝুঁকি থাকায় ২৮টি দেশে দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল।
ইসরায়েলের ওই হামলায় জাহেদি ছাড়াও নিহত হন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে ইরানের আরেক জেনারেলসহ ওই বাহিনীর ছয় সদস্য আছেন। জাহেদিকে গতকাল ইরানে সমাধিস্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তেহরানে এই আইআরজিসি কর্মকর্তাকে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এই ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আল-কুদস দিবস পালন ও আইআরজিসির সদস্যদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তেহরানে। এ সময় তাঁরা ‘আমেরিকা নিপাত যাক’, ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।
এদিকে সালামির পক্ষ থেকে এই সতর্কবার্তা আসার আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। মূলত ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা মোকাবিলায় তেল আবিব ওই পদক্ষেপ নিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, সম্ভাব্য এ হামলার পূর্ব সতর্কতা হিসেবে তেল আবিবে আশ্রয়কেন্দ্রগুলো আবার খুলে দেওয়ার বিষয় বিবেচনা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই বাহিনী বিবৃতিতে বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আইডিএফ এখন যুদ্ধপরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান বলেন, ‘আমরা মনে করি, ইসরায়েলের ওই আগ্রাসন সব কূটনৈতিক নিয়মনীতি ও আন্তর্জাতিক আইন ভেঙেছে। বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ধারাবাহিক ব্যর্থতায় ও তাঁর ইহুদিবাদী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছেন।’
ইরানের হামলার হুমকির প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা প্রসঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের বেলফার সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ইয়াদলিন বলেন, ‘ইরান যদি আল কুদস দিবসে হামলা চালায়, তাতে আমি বিস্মিত হব না। আতঙ্কিত হবেন না। আশ্রয়কেন্দ্রে ছোটারও দরকার নেই।’
কনস্যুলেট ও দূতাবাস বন্ধ
এদিকে ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, দেশ ও নিরাপত্তা ইস্যু বিবেচনায় নিয়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলের গণমাধ্যমগুলো ভিন্ন কথা বলছে। তাদের খবরে বলা হয়েছে, যেসব কূটনৈতিক মিশন বন্ধ ছিল, সেগুলো আর চালু করা হয়নি।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এই হামলার পরপরই ইসরায়েল গাজায় হামলা চালায়। এই যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন দেশের কনস্যুলেট ও দূতাবাস বন্ধ রেখেছে ইসরায়েল। এর মধ্যে জর্ডানের দূতাবাসও রয়েছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, তেহরান যেন জিপিএস ব্যবস্থা ব্যবহার করে গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে জিপিএস সেবা বন্ধ করে দিয়েছে তেল আবিব। জিপিএসসংশ্লিষ্ট পরিষেবাগুলো বৃহস্পতিবার ব্যাহত হওয়ার খবর জানিয়েছেন সাংবাদিক ও তেল আবিবের বাসিন্দারা।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার আশঙ্কা জোরদার হয়েছে। এর জেরে ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে। সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। খবর গার্ডিয়ানের।
এ ছাড়া জেরুজালেম পোস্টের গতকাল শুক্রবারের খবরে বলা হয়েছে, হামলার ঝুঁকি থাকায় ২৮টি দেশে দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল।
ইসরায়েলের ওই হামলায় জাহেদি ছাড়াও নিহত হন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে ইরানের আরেক জেনারেলসহ ওই বাহিনীর ছয় সদস্য আছেন। জাহেদিকে গতকাল ইরানে সমাধিস্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তেহরানে এই আইআরজিসি কর্মকর্তাকে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এই ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আল-কুদস দিবস পালন ও আইআরজিসির সদস্যদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তেহরানে। এ সময় তাঁরা ‘আমেরিকা নিপাত যাক’, ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।
এদিকে সালামির পক্ষ থেকে এই সতর্কবার্তা আসার আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। মূলত ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা মোকাবিলায় তেল আবিব ওই পদক্ষেপ নিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, সম্ভাব্য এ হামলার পূর্ব সতর্কতা হিসেবে তেল আবিবে আশ্রয়কেন্দ্রগুলো আবার খুলে দেওয়ার বিষয় বিবেচনা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই বাহিনী বিবৃতিতে বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আইডিএফ এখন যুদ্ধপরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান বলেন, ‘আমরা মনে করি, ইসরায়েলের ওই আগ্রাসন সব কূটনৈতিক নিয়মনীতি ও আন্তর্জাতিক আইন ভেঙেছে। বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ধারাবাহিক ব্যর্থতায় ও তাঁর ইহুদিবাদী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছেন।’
ইরানের হামলার হুমকির প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা প্রসঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের বেলফার সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ইয়াদলিন বলেন, ‘ইরান যদি আল কুদস দিবসে হামলা চালায়, তাতে আমি বিস্মিত হব না। আতঙ্কিত হবেন না। আশ্রয়কেন্দ্রে ছোটারও দরকার নেই।’
কনস্যুলেট ও দূতাবাস বন্ধ
এদিকে ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, দেশ ও নিরাপত্তা ইস্যু বিবেচনায় নিয়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলের গণমাধ্যমগুলো ভিন্ন কথা বলছে। তাদের খবরে বলা হয়েছে, যেসব কূটনৈতিক মিশন বন্ধ ছিল, সেগুলো আর চালু করা হয়নি।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এই হামলার পরপরই ইসরায়েল গাজায় হামলা চালায়। এই যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন দেশের কনস্যুলেট ও দূতাবাস বন্ধ রেখেছে ইসরায়েল। এর মধ্যে জর্ডানের দূতাবাসও রয়েছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, তেহরান যেন জিপিএস ব্যবস্থা ব্যবহার করে গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে জিপিএস সেবা বন্ধ করে দিয়েছে তেল আবিব। জিপিএসসংশ্লিষ্ট পরিষেবাগুলো বৃহস্পতিবার ব্যাহত হওয়ার খবর জানিয়েছেন সাংবাদিক ও তেল আবিবের বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে...
১ ঘণ্টা আগেভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৪ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৪ ঘণ্টা আগে