Ajker Patrika

চীনা প্রেসিডেন্টের সৌদি সফর: দুই দেশের মধ্যে ৩৪ বিনিয়োগ চুক্তি সই 

চীনা প্রেসিডেন্টের সৌদি সফর: দুই দেশের মধ্যে ৩৪ বিনিয়োগ চুক্তি সই 

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন, চিকিৎসা, আবাসন খাতসহ বিভিন্ন খাতে মোট ৩৪টি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি সই হয়েছে। তবে কেবল বাণিজ্য নয় সি’র সৌদি সফরে ভূরাজনৈতিক নানা সমীকরণও বেশ গুরুত্ব পাচ্ছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এটি সি’র তৃতীয় বিদেশ সফর। এই সফরে গত বুধবার সন্ধ্যায় সৌদি ও চীনের মধ্যে গ্রিন এনার্জি, গ্রিন হাইড্রোজেন, ফটোভোলটাইক এনার্জি, তথ্য প্রযুক্তি, ক্লাউড সার্ভিস, পরিবহন, লজিস্টিকস, চিকিৎসা শিল্প, আবাসন ও নির্মাণ কারখানার বিভিন্ন খাতে কয়েক ডজন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ চুক্তির বিষয়গুলো নিশ্চিত করে বলেছেন, ‘চুক্তিগুলো  বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সৌদি আরব যে উন্নয়নে মনোযোগী সেই আগ্রহকে প্রতিফলিত করে।’

উল্লেখ্য, সৌদি আরব এবং চীন দীর্ঘদিন ধরেই একে অপরের বড় বাণিজ্য সহযোগী। ২০২১ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ছিল ৮০০০ কোটি এবং ২০২২ সালের তৃতীয় প্রান্তিকেই এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় ২৭ কোটি ডলার।

এদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সৌদি আরবের তেলের শীর্ষ গ্রাহক। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে দুই দেশই চায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে।

সি’র এ সফরে আগামীকাল শুক্রবার সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশাপাশি ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং অন্তত ১৪টি আরব দেশের প্রধান ও চীনের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিয়াদের সৌদি রাজপ্রাসাদ আল-ইয়ামামায়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠান পর থেকে এখন পর্যন্ত চীন ও আরব বিশ্বের মধ্যে যা হবে সবচেয়ে বড় কূটনৈতিক সম্পৃক্ততা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত