অনলাইন ডেস্ক
ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’
ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১ ঘণ্টা আগেআজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তারা প্রথমবারের মতো সমুদ্রপথে পরিচালিত একটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে,বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধবিমান একটি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে ধ্বংস হলো। বিমানটি আকাশেই জ্বলে ওঠে এব
২ ঘণ্টা আগেআজ রোববার (৪ মে) কর্ণাটকের কালাবুরাগিতে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে একজন শিক্ষার্থীর পৈতা বা উপবীত খুলে ফেলতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়। স্থানীয় ব্রাহ্মণসমাজের সদস্যরা ওই পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের
৩ ঘণ্টা আগে