Ajker Patrika

ইসরায়েলে হুতিদের হামলার মুখে ভারতীয় বিমান, উড়ে গেল আমিরাতে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৫, ১৭: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।

আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।

সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।

এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।

এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত