Ajker Patrika

টয়লেট পরিষ্কার করার পর এবার মামলাও খেলেন হাসপাতাল প্রধান

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের ডিনের বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের’ মামলা করা হয়েছে। অভিযুক্তের তালিকায় ডিন ছাড়াও হাসপাতালের এক চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওই হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে নান্দেদের গ্রামপুলিশ ভারপ্রাপ্ত ডিন ড. শ্যামরাও ওয়াকোড়ে এবং এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে।

অভিযোগকারী বলেন, ডিন এবং ওই শিশু বিশেষজ্ঞের অবহেলার কারণেই নবজাতকটির মৃত্যু হয়েছে। পরিবার বাইরে থেকে ওষুধপত্র এনে অপেক্ষা করলেও কোনো চিকিৎসক নবজাতকটিকে দেখতে আসেননি। ডিন কার্যালয়ে অভিযোগ দিতে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। 

এর আগের দিন ওই ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করার স্থানীয় সংসদ সদস্য হেমন্ত পাতিল। সেটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর এমপির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছেন হাসপাতালের ডিন। 

গত মঙ্গলবার ক্ষমতাসীন শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তাঁর চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোড়েকে ধরেন এবং তাঁকেই এটি পরিষ্কার করতে বলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন। 

হাসপাতাল পরিদর্শনের সময় এমপি গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের টয়লেটের অবস্থা দেখে তাঁর অনুশোচনা হচ্ছিল। সরকার কোটি কোটি রুপি ব্যয় করছে তারপরও হাসপাতালের এ অবস্থা দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। এ টয়লেটগুলো কয়েক মাস ধরে পরিষ্কার করা হয়নি। হাসপাতালের ওয়ার্ডের ভেতর টয়লেটগুলো তালা দেওয়া টয়লেটের ভেতরে কোনো পানি নেই।’ 

ওয়াকোড়ের মামলার এজাহার অনুসারে, পাতিলের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য অপরাধমূলক শক্তি প্রয়োগ, মানহানিকর এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে। 

হাসপাতালের ডিন তাঁর অভিযোগে বলেন, এমপির ব্যবহারে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে হাসপাতালের প্রাঙ্গণে শূকর চরতে দেখে স্বাস্থ্যকেন্দ্রটির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছে। 

এত কম সময়ের মধ্যে এতগুলো রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির ডিন অভিযোগ করেছেন, হাসপাতালে ওষুধ ও চিকিৎসকের সংকট রয়েছে। সরকার বহু কর্মীকে সম্প্রতি বদলি করেছে। 

তবে শিব সেনার একনাথ শিন্দের সরকার অপর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক সংকটের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও রোগীর আত্মীয়দের অভিযোগ, জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন না এবং জুনিয়র চিকিৎসকেরা রোগী দেখছিলেন। এমনকি হাসপাতালে ওষুধ না থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, ৭২ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর দায় সরকার এখন বেসরকারি হাসপাতালগুলোর ওপর চাপাচ্ছে। বলা হচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোর কর্মীরা দীর্ঘ ছুটিতে থাকার কারণে সরকারি হাসপাতালে সক্ষমতার বেশি রোগীর ঢল নেমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত